দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গুরুত্বপূর্ণ গোলাপি টেস্টে অ্যাডিলেডের ময়দানে কোহলিকে রান আউট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন রাহানে। এদিন বিরুদ্ধ পরিস্থিতিতেও দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। আগরওয়াল এবং শ দ্রুত ফেরার পরেও পুজারাকে সাথে নিয়ে ভারতের স্কোরবোর্ডকে সম্মানজনক জায়গায় জায়গায় পৌঁছে দায়িত্ব কাঁধে তুলে নেন কোহলি।এরপর ৪৩ রানের ম্যারাথন ইনিংস খেলে পুজারা ফিরলেও মাটি আঁকরে ছিলেন ভারত অধিনায়ক। সহ-অধিনায়ক রাহানেকে সাথে নিয়ে ফের জুটি বাঁধেন তিনি। ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ সান্ধ্যকালীন পর্বও বুদ্ধিমত্তার সাথে কাটিয়ে দেয় এই জুটি। ১২৩ বলে পাঁচটি চারের সাহায্যে নিজের দুরন্ত অধিনায়কোচিত অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। অন্যদিকে সুন্দর সঙ্গ দিচ্ছিলেন রাহানে।
অফ স্পিনার ন্যাথান লায়ন তো বটেই এমনকি হেজেলউড, কামিন্স, স্টার্কদের ত্রিফলা আক্রমণকেও হতাশ মনে হচ্ছিল তাদের দুজনের সামনে। কিন্তু সবকিছু যখন ভারতের পক্ষে তখনই ঘটে একটি দুর্ভাগ্যজনক ঘটনা।লায়ানের বল মিড অফে হালকা ঠেলে দিয়ে কোহলিকে রানের জন্য কল করেন তারই ডেপুটি রাহানে। স্বাভাবিকভাবেই সাড়া দিয়ে এগিয়ে যান বিরাট। কিন্তু মাঝ পিচে পৌঁছানোর পর ফিল্ডারের হাতে বল দেখে তাকে বারণ করেন অজিঙ্কা। ফলে আর সময়মতো ক্রিজে ফিরে আসতে পারেননি কোহলি। ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে শতরান মাঠে ছেড়েই রান আউট হয়ে ফিরে আসতে হয় তাকে। সাথে সাথেই অবশ্য অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নেন রাহানে। কিন্তু তখন আর কিছুই করার নেই।
এই দুর্ভাগ্যজনক ঘটনা যে রাহানের মাথাতেও কাজ করছিল তা বোঝা যায় একটু পরেই। ব্যক্তিগত ৪২ রানে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনিও। ফলে চালকের আসন থেকে হঠাৎই সমস্যার মুখে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর এই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয় রাহানেকে। টুইটারে এক নেটিজেন বলেন এর থেকেই বোঝা যায় কেন টেস্টক্রিকেটে রান আউট হননি রাহানে। আরেকজন তো এও বলেন, আসলে অস্ট্রেলিয়ার এজেন্টের মত কাজ করেছেন রাহানে। অনেকে আবার বলেন, কোহলির শতরান তো বাঁধা ছিল।রাহানের ভুলে ম্যাচটাই বোধহয় হাতছাড়া হয়ে গেল। আপাতত ৬ উইকেটের বিনিময়ে ২৩৩ রানে দিন শেষ করেছে টিম ইন্ডিয়া। ৯ রানে অপরাজিত রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। সাথে রবীচন্দ্রন অশ্বিন ব্যাট করছেন ১৫ রান করে।