দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে অবসর নিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। মাত্র ২৮ বছর বয়সী এই তরুণ পেসার রীতিমতো ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্টের উপর। তার এই সিদ্ধান্তে একদিকে যেমন হতবাক ক্রিকেটমহল, তেমনি উঠছে নানা ধরনের জল্পনা।
বর্তমান নিউজিল্যান্ড সফরে ৩৫ জনের দল নিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই দলে জায়গা হয়নি বাঁহাতি এই বোলারের। তারপরই গভীর হতাশায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি। বলেন, “দলের পরিবেশ একেবারেই ভালো নয়। আমাকে ব্রাত্য করা হয়েছে। ৩৫ জনের দলের মধ্যেও যখন আমাকে রাখা হলো না তখনই বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। এই টিম ম্যানেজমেন্টের অধীনে এভাবে আমার খেলা সম্ভব নয়।”
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন,”আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই না। আমি সব সময় সাদা বলের ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আমার সঙ্গে যা ব্যবহার করেছে তা মেনে নেওয়া যায় না।”পিসিবি তরফে একটি প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,মোহাম্মদ আমিরের সাথে তাদের কথা হয়েছে। আমির জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোন ইচ্ছা বা মানসিকতা নেই তার। আর সেই কারণেই আগামী সিরিজগুলো যে তাকে দলে রাখা হবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আমিরের সঙ্গে কথা বলেন বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান। তবে আমিরের মতামত যে পাল্টায়নি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিস্ফোরক আমির এদিন এও বলেন,”পিসিবি আমাকে বহু যন্ত্রনা দিয়েছে। বলা চলে আমার উপর এক প্রকার মানসিক অত্যাচার করেছে। তবুও দুজনকে আমি ভালো বলবো। শেঠী সাহাব এবং শাহিদ আফ্রিদি কে আমি চিরকাল ধন্যবাদ দেব।কঠিন সময়ে এই দুজন আমাকে যথেষ্ট সাহায্য করেছে।”
২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে ক্রিকেটে অভিষেক ঘটে আমিরের। কিন্তু সেই বছরেই লর্ডসে ফিক্সিং স্ক্যান্ডালের সাথে জড়িয়ে পড়েন তিনি। ফলে তার ওপরে নেমে আসে নির্বাচনের খাঁড়া।তবে নির্বাসন শেষ করে দলে ফিরে নিজের প্রতিভা প্রমাণ করতে কোন ভুল করেননি আমির।