দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামী বছর অলিম্পিকে অংশ নেয়া হচ্ছে না রাশিয়ার।যদিও ডোপিংয়ের অপরাধে তাদের শাস্তি কমিয়ে চার বছরের জায়গায় দু বছর করা হয়েছে। কিন্তু সেই মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের ১৬ ডিসেম্বর। এর ফলে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে ব্রাত্য থেকে যাবে রাশিয়া। ডোপিংয়ের কারণে বিশ্ব ডোপ বিরোধী সংগঠন ওয়াডা চার বছরের জন্য নির্বাসিত করেছিল রাশিয়াকে। তবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যায় রাশিয়া। বৃহস্পতিবার ক্যাস বা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সেই শাস্তির মেয়াদ দুই বছর কমিয়েছে।
ক্যাস তরফে জানানো হয়েছে,শাস্তি কমেছে মানে এই নয় রাশিয়ার অপরাধ কিছু কমে গেছে। বরং শাস্তি কমানো হয়েছে এই কারণে যাতে রাশিয়ার পরবর্তী প্রজন্ম দ্রুত খেলাধুলায় অংশ নিতে পারে। তবে অলিম্পিক এবং বিশ্বকাপে অংশ নিতে না পারলেও ইউরোতে খেলতে পারবে তারা।
কারণ ইউরোপীয় ফুটবল নিয়ামক উয়েফাকে ‘বড় প্রতিযোগিতার আয়োজক’ হিসেবে ধরা হয় না। সেই কারণেই উয়েফার অধীনে ইউরোতে খেলতে কোন বাধা নেই রাশিয়ার। তবে যেসব অ্যাথলিট ডোপ মুক্ত তারা নিরপেক্ষ পতাকায় অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন।