দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকাল গোলাপি টেস্টের প্রথম দিনে পূজারার ৪৩ রাহানের ৪২ এবং বিরাট কোহলির অধিনায়কত্বে অর্ধশত রানের দৌলতের ৬ উইকেটের বিনিময়ে ২৩৩ রানে পৌঁছেছিল ভারত। ভারতের শেষ আশা ছিলেন ১৫ রানে অপরাজিত রবীচন্দ্রন অশ্বিন এবং ৯ রানে অপরাজিত ঋদ্ধিমান সাহা।
কিন্তু আজ দিনের শুরুতেই ব্যক্তিগত খাতায় একটিও রান যোগ করার আগেই স্টার্কের শিকার হন দুজনেই। দুটি অসাধারণ ক্যাচ তালুবন্দি করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে দেন টিম পেইন। কাল বিরাটের রান আউটের পর থেকে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। এমনকি উমেশ যাদব স্টার্কের চতুর্থ শিকার হয়ে ফিরে যান ৬ রানেই। ফলে ২৪০ রানে নিজেদের নবম উইকেট হারিয়ে ফেলে ভারত। গতকাল দিনের শুরুতে কিছুটা অসুবিধা হলেও বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা ভারতকে কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে যেতে অনেকটাই সক্ষম হন। ৪৩ রানে পুজারা ফিরলেও সহ-অধিনায়ক রাহানের সাথে জুটি বেঁধে অর্ধশত রানের পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট। কিন্তু ৭৪ রানের মাথায় কোহলি রান আউট হতেই যেন ভেঙে পড়ে প্রতিরোধের বাঁধ। ৪২ রানে এলবিডব্লিউ হয়ে ফিরে যান রাহানে। আর আজ মাত্র ১১ রান যোগ করেই ২৪৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
খাতা খোলার আগেই মোহাম্মদ শামিকে ফিরিয়ে দেন কামিন্স। অস্ট্রেলিয়ার তরফে সর্বোচ্চ চার উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ফলে ভারতের প্রথম ইনিংস শেষ হলো যথেষ্ট কম রানে। এখন অস্ট্রেলিয়া কিভাবে নিজেদের প্রথম ইনিংসে এই লক্ষ্য তাড়া করে সেদিকেই নজর থাকবে সকলের। অবশ্য সকালের সেখানে কিছুটা সুবিধা পাবে ভারতীয় দল। তাই বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামিরা আদৌ পিছে সুবিধা তুলে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার।