দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ব্রায়ান মিউনিখ ক্লাবের ৯ নম্বর জার্সিটা তার গায়ে। জাতীয় দল পোল্যান্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির হারিয়ে এবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রবাট লোবানডস্কি।বিশ্ব ফুটবলের দিকে চোখ রাখা ভারতীয় ভক্তরা অনেকেই পরিচিত এই নামের সঙ্গে। ইতিমধ্যেই ফুটবলকে শিল্পিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ এই শিল্পী নিজের নাম খোদাই করে নিয়েছেন বিশ্বজুড়ে।
বুন্দেশলিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ,ডিএফবি পোকাল প্রভৃতি প্রতিটি টুর্নামেন্টেই গত বছরের সেরা গোলদাতার খেতাব ছিনিয়ে নিয়েছেন তিনি। বিশেষত বুন্দেসলিগার পরপর তিন বছরের সর্বোচ্চ গোলদাতা লোবানডস্কি। অনেক ক্রীড়া বিশ্লেষকই মনে করেন,ব্রায়ানের জার্সি গায়ে গলানোর পর থেকেই খেলা অনেক বেশি খুলে গেছে রবার্টের।
এছাড়া এবার জার্মানির বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা ফুটবলার ছাড়াও একাধিক খেতাব অর্জন করে নিয়েছেন তিনি। আর সেই কারণেই ২০২০ সালে রোনাল্ডো মেসিকে টেক্কা দিয়ে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ছিনিয়ে নিলেন রবার্ট লোবানডস্কি।এতদিন পর্যন্ত এই খেতাব ভাগাভাগি করে নিয়েছিলেন রোনাল্ডো এবং মেসি।বহুদিন পরে আরও এক নতুন সেরা খেলোয়াড়কে এই তালিকায় দেখল বিশ্ব।