দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত ইংল্যান্ড সিরিজের ম্যাচ পায়নি কলকাতা কিংবা মুম্বাই। ইতিমধ্যে তাই নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে রাজ্য অ্যাসোসিয়েশনগুলির মধ্যে। কিন্তু এবার ঘরোয়া সিজেনে কলকাতাকে ব্রাত্য করল না বোর্ড।ইতিমধ্যেই বিসিসিআই সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ট্রফির জন্য মোট ছটি কেন্দ্রের নাম ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে কলকাতা, মুম্বাই, ইন্দোর, ভাদোদারা, বেঙ্গালুরু এবং চেন্নাই।
আগামী ১০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ট্রফির এই ম্যাচ গুলি। ২৬ ও ২৭ জানুয়ারি হবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল।দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে চিঠিতে একথা জানিয়েছেন সচিব জয় শাহ।এলিট গ্রুপে থাকা মোট ৩৮ টি দলকে ভাগ করা হয়েছে পাঁচটি গ্রুপে।বাংলা রয়েছে ‘বি’ গ্রুপে।সাথে রয়েছে ওড়িশা, অসম, ঝাড়খন্ড, তামিলনাড়ু এবং হায়দ্রাবাদ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মহারাষ্ট্র সরকার যেখানে এখনও খেলাধুলার অনুমতি দেয়নি, এখানে ‘ই’ গ্রুপের খেলাগুলি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে মুম্বাইকে।
এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত গ্রুপগুলিকেঃ
গ্রুপ এ (বেঙ্গালুরু): জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রেল, ত্রিপুরা
গ্রুপ বি (কলকাতা): বাংলা, ওডিশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম, হায়দরাবাদ
গ্রুপ সি (বডোদরা): গুজরাট, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, বরোদা, উত্তরাখণ্ড
গ্রুপ ডি (ইন্দোর): সার্ভিসেস, সৌরাষ্ট্র, বিদর্ভ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া
গ্রুপ ই (মুম্বই): হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বই, কেরল, পুডুচেরি
প্লেট গ্রুপ (চেন্নাই): ছত্তীশগঢ়, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ