দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ গোলাপি বলের টেস্টে দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে বাকি থাকা চার উইকেটের বিনিময়ে মাত্র ১১ রানই যোগ করতে পেরেছিল ভারত। ফলে ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এমনকি গতকালের পর আজ এক রানও যোগ করতে পারেননি রবীচন্দ্রন অশ্বিন কিম্বা সাহা। ফলে সেভাবে বড় বিপদজনক স্কোর তৈরি হয়নি অস্ট্রেলিয়ার জন্য।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম লক্ষ্য ছিল সকালের সময়টি কাটিয়ে দেওয়া। নিজেদের তরফের যথেষ্ট চেষ্টা করেন জো বার্ন্স এবং ম্যাথু ওয়েড। অন্যদিকে বুমরাহদের লক্ষ্য ছিল দ্রুত অস্ট্রেলিয়ান যুগলবন্দিকে সাজঘরে ফেরানো। শামি এবং উমেশ তরফে কিছুটা এলোমেলো বোলিং হলেও আজ বুমরাহ ছিলেন দুর্দান্ত। ভিতরে ঢুকে আসা বলে ব্যক্তিগত ৮ রানের মাথায় ওয়েডকে এলবিডব্লিউ করে ওপেনিং জুটি ভেঙে দেন তিনি। একই ওভারে আউটস্যুইংয়ে ব্যাটের কানা লাগিয়েছিলেন লাবুশানেও।কিন্তু দুরন্ত চেষ্টার পরেও বলের কাছে পৌঁছতে পারেননি সুপারম্যান ঋদ্ধিমান। ভালো তো ইনিংসের শুরুতেই বড় জীবনদান পেয়ে যান লাবুশানে। কিন্তু লাবুশানের উইকেট না পেলেও আজ বার্ন্সকে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে দেননি বুমরাহ। ভোজন বিরতির কিছুক্ষণ আগেই ৮ রানে এলবিডব্লিউ করে তাকে ফিরিয়ে দেন তিনি।
ফলে লাবুশানে এবং স্মিথের উপরেই নির্ভর হয়ে পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু শামির দুরন্ত বাউন্সার পুল করতে গিয়ে আবারো ক্যাচ দিয়ে বসেন লাবুশানে এবং আবারো তা তালুবন্দী করতে অসমর্থ হন ভারতীয় ফিল্ডাররা। এবার ফিল্ডার ছিলেন স্বয়ং বুমরাহ।
আপাতত ভোজন বিরতি অবধি দুই উইকেটের বিনিময় ৩৫ রানে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল।ফিল্ডিং কিছুটা ভালো হলে অবশ্যই লাবুশানেকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে যেত তারা। তবে এই মুহূর্তে অপরাজিত রয়েছেন লাবুশানে এবং স্মিথ।