দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভোজন বিরতির আগে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি টেস্টে দুই উইকেট খুইয়ে ৩৫ রান করেছিল অস্ট্রেলিয়া। দুবার সুযোগ দিলেও লাবুশানের ক্যাচ তালুবন্দী করতে পারেনি ভারতীয় দল। ফলতো অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ এবং লাবুশানে আর মূলত এই দুই তারকা ব্যাটসম্যান এর উপরেই নির্ভর করে ছিল অস্ট্রেলিয়া দল। ভোজন বিরতির আগে যথেষ্ট কার্যকরী হয়েছিলেন বুমরাহ। কৃপণ বোলিং করলেও উইকেট আসেনি উমেশ যাদবের ভাগ্যে। কিন্তু ওপেনিং জুটিকে ফিরিয়ে দেন বুমরাহ। প্রথমে ৮ রানে ম্যাথু ওয়েডকে এবং তারপরে জো বার্ন্সকেও ৮ রানে এলবিডব্লিউ করেন তিনি।
ফলতো ভোজন বিরতির পর স্মিথ এবং লাবুশানের দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ার ইনিংসকে ভারতীয় লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দেওয়া। কিন্তু ২৯ বলে এক রান করে আজ অশ্বিনের শিকার হন স্মিথ। ভারতীয় সহ-অধিনায়ক রাহানের হাতে ক্যাচ দিয়ে বসেন এই প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। ফলে ৪৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার এবং যথেষ্ট চাপে পড়ে যায় অজি বাহিনী। যদিও অন্যদিকে দুর্গ রক্ষার চেষ্টা করছেন লাবুশানে। কিন্তু আপাতত অনভিজ্ঞ ট্রাভিস হেডকেই সঙ্গ দিতে হবে তার।
ওয়ার্নারের পর স্বাভাবিকভাবেই সবথেকে গুরুত্বপূর্ণ উইকেটটি ছিল স্মিথের। কিন্তু প্রথম ইনিংসে তিনিও ব্যর্থ হওয়ায় অ্যাডিলেডে অনেকটাই চালকের আসনে ফিরে এসেছে ভারত। যদিও বর্তমানে পথের কাঁটা হিসেবে ৩৭ রানে ব্যাট করছেন লাবুশানে।কিন্তু স্মিথের উইকেট পতনের সাথে সাথে দল যে অনেকটাই উদ্বুদ্ধ এ নিয়ে কোন সন্দেহ নেই। ৩১ ওভার শেষে আপাতত অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটের বিনিময়ে ৬১ রান। সিরিজ শুরুর আগেই প্রখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্ন বলেছিলেন, ওয়ার্নার না থাকায় ভারতের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট হতে চলেছে স্টিভ স্মিথ। আর তাকে যদি তাড়াতাড়ি ফেরানো যায় তাহলে জয় অনেকটাই নিশ্চিত ভারতের। স্টিভ স্মিথকে তাড়াতাড়ি ফিরিয়েছে ভারতীয় দল। এখন ওয়ার্নের এই ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে ভারতীয় সমর্থকরা।