দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ খেলার মাঠে তারা যখনই একে অপরের বিরুদ্ধে নেমেছেন, তখন নিজেদের সেরাটা দিয়েছেন। কিন্তু মাঠের বাইরে তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। একবার নয়, লিওনেল মেসি সম্পর্কে এই কথাটি বহুবার বলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ব্যাপারটি যে শুধুমাত্র মুখের কথা নয় তা আরও একবার প্রমাণ করলেন রোনাল্ডো। কালকেই প্রকাশিত হয়েছে ফিফা দ্য বেস্ট পুরস্কারের বিজয়ীর নাম। জার্নালিস্ট, ফুটবল ভক্ত, প্রতিটি ফুটবল খেলিয়ে দেশের কোচ এবং অধিনায়কের ভোটের ওপর ভিত্তি করে এই পুরস্কার জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেয়নডস্কি। ভোটে দ্বিতীয় হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তৃতীয় হয়েছেন মেসি। পর্তুগিজ অধিনায়কের তিনটি ভোটের মধ্যে দ্বিতীয় পজিশনের ভোটটি ছিল মেসির জন্য। প্রথম এবং তৃতীয় স্থানে লেয়নডস্কি এবং এমব্যাপেকে রেখেছিলেন জুভেন্তাস তারকা।
বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসির ভোটগুলি অবশ্য বেশ খানিকটা অবাক হওয়ার মতো। তিনি প্রথম পজিশনের জন্য ভোট দিয়েছিলেন তার এক সময়ের সতীর্থ নেইমার জুনিয়রকে। দ্বিতীয় ও তৃতীয় পজিশনের জন্য তিনি নির্বাচিত করেছিলেন যথাক্রমে এমব্যাপে এবং লেয়নডস্কিকে। তবে এই বছর রোনাল্ডোকে ভোট না দিলেও এর আগে রোনাল্ডোকে ভোট দিয়েছেন বার্সা মহাতারকা।
অপরদিকে রোনাল্ডো-মেসি জমানায় সেরার শিরোপা জিতে তৃপ্ত রবার্ট লেয়নডস্কি। ফিফা স্বীকৃত সেরার শিরোপা হাতে তুলে নিয়ে তিনি জানান যে- “যখন আপনি ওই দুই মহাতারকার সময়ে সেরার শিরোপা জিতে নেন, তখন বুঝতে হবে আপনি অবশ্যই স্পেশাল কিছু করেছেন।” মহিলা ফুটবলারদের বিভাগে বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন অলিম্পিক লিওন-কে অভূতপূর্ব সাফল্য এনে দেওয়া মহিলা দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার লুসি ব্রোঞ্জ। আর বর্ষসেরা কোচের সম্মান পেয়েছেন গত মরশুমে লিভারপুলকে ৩০ বছর পর লিগ জেতানো কোচ জুর্গেন ক্লপ। যদিও সেরা কোচের সম্মান পেয়েও তিনি জানান যে তিনি গত মরশুমের সেরা ছিলেন না, তাও এই পুরস্কার পেয়ে তিনি খুশি। যদিও কে গত মরশুমের সেরা কোচ ছিলেন সেই নিয়ে কোনও কথা বলেননি জার্মান মাস্টারমাইন্ড।