দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ উত্তর সিডনিতে ফের বাড়লো করোনার সংক্রমণ। ইতিমধ্যেই অনেক জল্পনা-কল্পনার পরে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। ইতিমধ্যেই অ্যাডিলেডে গোলাপি বলের লড়াই শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। কিন্তু তার মধ্যেই আবার এলো দুঃসংবাদ। ৭ জানুয়ারি সিডনিতে শুরু হবার কথা তৃতীয় টেস্ট। এই টেষ্ট থেকেই খেলার কথা রোহিত শর্মারও।কিন্তু হঠাৎ করোণা সংক্রমণ বাড়ায় এমনকি ধারাভাষ্যকারদেরও অনেকেই ফিরে গেছেন। অনেককেই বলা হয়েছে সাবধানে থাকার জন্য। যাদের মধ্যে অন্যতম ব্রেট লি।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তরফে জানানো হয়েছে,”সিডনিতে যদি খেলা সম্ভব হয় তাহলে অবশ্যই সেটাই করা হবে। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলেছি। গোটা সিরিজটা কিভাবে সুস্থভাবে খেলা সম্ভব সেই দিকে সর্বদা নজর রাখা হয়েছে। সেই জন্যই খেলোয়াড়দের বায়ো বাবেলের মধ্যে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একটা আশার কারণ হলো গতকালের থেকে আজ সংক্রমণ অনেক কম। আশারাখি টেস্ট সিরিজ শুরুর আগে সমস্তটা ঠিকঠাক হয়ে যাবে।”
এই টেস্ট সিরিজকে কেন্দ্র করে অন্যতম বড় খবর হল চোট সারানোর জন্য এই সময় সিডনিতেই রয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে তাকেও মেলবোর্নে নিয়ে আসার কথা বলা হয়েছে। করোনার জন্য বন্ধ রাখা হতে পারে নিউ সাউথ ওয়েলস সীমানা। সেই জন্যেই ওয়ার্নারকে বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্নে নিয়ে আসতে চলেছে অস্ট্রেলিয়া। অবশ্য সিডনি থেকে ম্যাচ সরিয়ে নেবার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এ বিষয়ে কথা বলছে মেলবোর্ন কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু পরপর দু’টি টেস্ট একই জায়গায় করার মত পিচ প্রস্তুত করা সম্ভব কিনা সে নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।