দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বয়ফ্রেন্ড আলেকজান্ডার গাইল্কসের সাথে এঙ্গেজমেন্ট সারলেন টেনিসের রানী মারিয়া শারাপোভা।মহিলা টেনিসের দুনিয়ায় শারাপোভার নাম শোনেননি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। সেরেনা উইলিয়ামস এবং শারাপোভার লড়াই দেখতে এক সময় মুখিয়ে থাকত গোটা বিশ্ব। এবার দাম্পত্য জীবনে প্রবেশ করতে চলেছেন সেই মারিয়া শারাপোভা। পাত্র আলেকজান্ডার বিখ্যাত কোম্পানি স্কোয়ার্ড সার্কেলের সহপ্রতিষ্ঠাতা। এছাড়া ২০১১ সালে তিনি অংশীদারিত্বে তৈরি করেন একটি অকশন হাউসও।বর্তমানে প্যাডেল ৮ নামক এই অকশন হাউসের প্রেসিডেন্ট তিনি।
শোনা যায় দীর্ঘদিন যাবত শারাপোভার সাথে প্রেম সম্পর্ক ছিল তার। অবশেষে বিবাহের সিদ্ধান্ত নিলেন এই দুই যুগল।এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেন শারাপোভা। কিছুদিন আগেই নিজের টেনিস জীবন থেকে অবসর ঘোষণা করেন শারাপোভা। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেদিন আলেকজান্ডার লেখেন,”অসামান্য প্রথম পরিচ্ছেদ শেষ, অসংখ্য সাফল্যের সঙ্গে। আগামী বছরগুলোতে একই দক্ষতার সঙ্গে যে সাফল্য তুমি পাবে তার দিকে তাকিয়ে আছি।”


টেনিস জীবনে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন শারাপোভা।এখন তার বিবাহ পরবর্তী জীবনও সুখের হোক সেই প্রার্থনাই ভক্তদের।