33 C
Kolkata
Sunday, April 2, 2023
More

    ভারতকে যথেষ্ট যন্ত্রণা দিলেন অধিনায়ক পেইন,শেষ পর্যন্ত ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া!দিন শেষে ৬২ রানের লিড নিল ভারত

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চা পান বিরতির আগে অর্ধেক দল খুইয়ে আজ রীতিমতো চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে বুমরাহ এবং তারপর অশ্বিনের জোড়া আক্রমণে আজ শুরু থেকেই বিধ্বস্ত ছিল অস্ট্রেলিয়া নিলেন। ভোজন বিরতির আগেই দুই ওপেনার ওয়েড এবং বার্ন্সকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ। এরপর ১ রানে স্টিভ স্মিথ, ৭ রানে ট্রাভিস হেড এবং ১১ রানে গ্রীনকে ফিরিয়ে দেন অশ্বিন। অর্ধেক অজি সেনা বধ করার পর ভারতের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন লাবুশানে। তিনবার সুযোগ দিয়েও আজ বেঁচে যান তিনি।

    চা পান বিরতির পর তার প্রয়োজন ছিল অধিনায়ক টিম পেইনের সাথে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আজ শেষ পর্যন্ত ১১৯ বলে সাতটি চার দিয়ে সাজানো ৪৭ রানের ইনিংস খেলে উমেশ যাদবের প্রথম শিকারে পরিণত হন তিনি। ঠিক যখন মনে হচ্ছিল কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে অস্ট্রেলিয়া তখনই তাকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান উমেশ। বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি প্যাট কামিন্সও।খাতা খোলার আগেই রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। ফলে অধিনায়ক টিম পেইনের সাথে সাথ দিতে ক্রিজে আসেন মিচেল স্টার্ক।

    অন্যপ্রান্তে অবশ্য যথেষ্ট ভালো ব্যাটিং করছিলেন অজি অধিনায়ক। কিন্তু টোয়াইলাইট সেশানে ভারতীয় জোরে বোলারদের সামলানো ছিল যথেষ্ট কঠিন কাজ। কারণ যথেষ্ট ভাল ছন্দে ছিলেন বুমরাহ এবং উমেশ। কিছুক্ষণ আক্রমণাত্মক ব্যাটিং করলেও ১৫ রানে রান আউট হয়ে ফিরতে হয় স্টার্ককেও।কিন্তু নিজের ব্যাটিংয়ে তার কোনো প্রভাব পড়তে দেননি অধিনায়ক টিম পেইন। একবার জীবন দান পেলেও আজ আক্রমণাত্মক ব্যাটিং করতে পিছপা হননি তিনি। মাত্র ৭০ বলে সাতটি আর দিয়ে সাজানো দুরন্ত অর্ধশতক পূর্ণ করেন তিনি।

    আজ তিনি যখন এসেছিলেন তখন ভীষণই চাপে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু নিজের খেলা এর কারণে কোনো পরিবর্তন আনতে দেননি তিনি। টোয়াইলাইট সেশনে যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাট করেছেন পেইন তা ছিল সত্যিই অনবদ্য। অন্যদিকে লাগাতার উইকেট পতনের পরেও একপ্রান্তে মাটি কামড়ে দাঁড়িয়েছিলেন তিনি। অন্যদিকে আজ ভালো সঙ্গ দেন নাথান লায়ন। কিন্তু ২১ বলে ১০ রান করে রবীচন্দ্রন অশ্বিনের চতুর্থ শিকারে পরিণত হন তিনি। গ্রাউন্ড ফিল্ডিং আজ কিছুটা খারাপ হলেও এই ক্যাচ লুফে নিতে কোন ভুল করেননি বিরাট কোহলি। ফলে ভারতের দরকার ছিল আর মাত্র একটি উইকেট।

    তবে শেষ বেলায় যথেষ্ট বেগ দিতে থাকে শেষ উইকেটের এই পার্টনারশিপ। একদিকে যেমন খারাপ বলে বড় শট খেলছিলেন টিম পেইন, অন্যদিকে তেমনি হেজেলউডও অশ্বিনকে বেশ কয়েকবার বাউন্ডারিতে পাঠান। শেষ পর্যন্ত হেজেলউডকে ৮ রানে ফিরিয়ে ১৯১ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করেন উমেশ যাদব।ফলে প্রথম ইনিংসে ৫৩ রানের গুরুত্বপূর্ণ লিড তুলে নিল ভারতীয় দল।দশটি চার দিয়ে সাজানো অধিনায়কোচিত ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান অধিনায়ক টিম পেইন।

    ৫৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও প্রথম উইকেট বড় তাড়াতাড়ি হারিয়ে ফেলে ভারত। প্রথমবার স্টার্কের বলে এবং এইবার কামিন্সের বলে ব্লোড হন পৃথ্বী শ। আপাতত দিনশেষে ১ উইকেটে ৯ রান সংগ্রহ করেছে ভারতীয় দল। সাথে তাদের হাতে রয়েছে ৬২ রানের লিড।আপাতত ৫ রানে অপরাজিত আছেন মায়াঙ্ক এবং সাথে রয়েছেন নাইট ওয়াচম্যান বুমরাহ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...