দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি নির্বাচিত হলেন রাজীব শুক্লা।ফের একবার বিনা প্রতিদ্বন্দিতায় এই আসনে বসতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সংসদ তথা প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। এন শ্রীনিবাসন প্রেসিডেন্ট থাকাকালীন বোর্ডের সভাপতির পদ অলংকৃত করেছিলেন তিনি। পুনরায় একবার একই পদে দেখা যাবে পোড়খাওয়া এই ক্রীড়া প্রশাসককে।বোর্ডের কাছে রাজীবের নাম প্রস্তাব করেন ডিজিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি এবং উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব মহিম শর্মা।
গত বছর এপ্রিলে বোর্ডের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন মহিম। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী একই ব্যক্তি কখনোই দুটি পদে থাকতে পারেন না। তাই উত্তরাখণ্ডের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হওয়ার পর বোর্ডের সহ সভাপতির পদত্যাগ করতে হয়েছিল মহিমকে।তারপর থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত ফাঁকাই ছিল এই পদটি। বর্তমানে এই পদের জন্য রাজীব শুক্লা ছাড়া আর কারো নাম মনোনীত না হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় এই আসন দখল করতে চলেছেন তিনি।
অন্যদিকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এবং খাইরুল জামাল মজুমদার গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সভায় সৌরভ গাঙ্গুলীর ডেপুটি হিসেবে আসতে চলেছেন রাজীব শুক্লা।আপাতত কোন কুলিং-অফ পিরিয়ডের মধ্য দিয়েও যেতে হবে না তাকে। কারন আইপিএলের কোন পদাধিকারীকে বিসিসিআই তাদের পদাধিকারী রূপে গন্য করে না।