দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এই বছরই প্রথমবার আইএসএল খেলতে নেমেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু আইএসএলের শুরুটা একেবারেই ভালো হয়নি শতাব্দীপ্রাচীন ক্লাবের। দ্বিতীয় ম্যাচেই অধিনায়ক ড্যানি ফক্সের চোট এবং একজন বিদেশি স্ট্রাইকারের অভাবে ভালোই ভুগছে রবি ফাওলারের দল। তো সেই সমস্যার আংশিক সমাধান হয়েছে। আসছেন এক নতুন স্ট্রাইকার এবং শিবিরে যোগ দিয়েছেন এক ব্রিটিশ ডিফেন্ডার। কিন্তু আসল জায়গা নিয়ে এখনও চিন্তা থেকে যাচ্ছে ইস্টবেঙ্গল ভক্তদের এবং তা হল স্বদেশিদের পারফরম্যান্স।
দেশীয় ফুটবলারদের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল ভক্তরা। গোলকিপার হিসাবে দেবজিৎ মজুমদার, শঙ্কররা খানিকটা ভালো পারফরম্যান্সে দেখালেও আউটফিল্ডের স্বদেশি ফুটবলারদের মধ্যে একমাত্র রফিক ছাড়া কাউকেই দেখে মনে হয়নি যে তারা লাল হলুদ জার্সির গুরুত্ব বুঝতে পেরেছেন। সুরচন্দ্র, শেহনাজরা কোনওদিন ভালো খেললে পরেরদিন চূড়ান্ত ফ্লপ করছেন। ফলে আইএসএলের অন্যান্য দল থেকে নতুন স্বদেশি প্লেয়ারদের নিয়ে আসার কথা ভাবছেন শ্রী সিমেন্টের প্রতিনিধিরা। শোনা যাচ্ছে বেশ কিছু ফুটবলারকে টার্গেটও করে ফেলেছেন তারা। ট্রান্সফার উইন্ডো খুললেই তাদেরকে শতাব্দী প্রাচীন ক্লাবে নিয়ে আসার চেস্টা করা হবে। নিচে বিশদে ইস্টবেঙ্গলের সম্ভাব্য টার্গেটে থাকা সেই ফুটবলারদের তুলে ধরা হল।
• রাহুল ভেকে-
চলতি মরশুমে বেঙ্গালুরুর হয়ে মাঠে নামলেও যথেষ্ট সুযোগ পাননি তিনি। শোনা যাচ্ছে এই নিয়ে সন্তুষ্ট নন অভিজ্ঞ সাইডব্যাক। তাই ইস্টবেঙ্গল অফার করলে তিনি হয়তো আপত্তি করবেন না।
• লালদানমাওয়াইয়া রালতে-
একসময় ইস্টবেঙ্গল জার্সি গায়ে সমর্থকদের মন জিতে নিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু হায়দরাবাদের হয়ে একেবারেই সুযোগ পাচ্ছেন না রালতে। ওড়িশার বিরুদ্ধে মাত্র ১৩ মিনিট এই মরশুমে মাঠে নামতে পেরেছেন। প্রাক্তন এই ইস্টবেঙ্গলিয়ানও রয়েছে লাল-হলুদ ক্লাবের রেডারে।
• অঙ্কিত মুখার্জি-
চলতি মরশুমে একেবারেই সবুজ-মেরুন শিবিরের হয়ে মাঠে নামেননি তিনি। ফলে নিজেকে প্রমাণ করার কোনও সুযোগই পাচ্ছেন না এই তরুণ বাঙালি ডিফেন্ডার। তার দিকেও নজর রেখেছে ইস্টবেঙ্গল।