আইএসএলের শুরুটা দুর্দান্ত করেছিলেন সেসবা লাজলোর ছেলেরা। কিন্তু প্রথম ম্যাচে জামশেদপুরকে ২-১ গোলে হারানোর পর সেই ফর্ম আর খুঁজে পাওয়া যায়নি ছাঙতে, জেরি-দের মধ্যে। ওই ম্যাচের পর আরও চারটি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাইয়ান। কিন্তু একটি ম্যাচেও জয় আসেনি। হারতে হয়েছে বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের কাছে। এছাড়া ইসমা, অনিরুদ্ধ-দের মতো ফুটবলারদের চোট ভালোই ভুগিয়েছে তাদের। সেই সব বাঁধা কাটিয়ে গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। আজ তাদের দলে ফিরতে পারেন অনিরুদ্ধ থাপা।
অপরদিকে গোয়ার চলতি আইএসএলটা কাটছে ভালো মন্দ মিশিয়ে। জুয়ান ফার্নান্দোর শিষ্যরা এখনও অবধি ২ টি ম্যাচে জিতেছে, কিন্তু বাকি চারটি ম্যাচের মধ্যে ২ টি তে হার এবং বাকি ২ টি তে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে। শেষ ম্যাচে তাদের হারতে হয়েছে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। ফলে আজকের ম্যাচে জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারাও।
• এফসি গোয়া সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
মহম্মদ নওয়াজ
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, অভিনব, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর অ্যাঙ্গালু
• চেন্নাইয়ান এফসি সম্ভাব্য একাদশ :
গোলরক্ষক- বিশাল কাইথ
রক্ষণ- রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়লা
মাঝমাঠ- দীপক টাংরি, রাফায়েল ক্রিভেয়ারো, অনিরুদ্ধ থাপা
আক্রমণ- লালিয়ানজুয়ালা ছাংগতে, এসমায়েল গঞ্জালেস, জাকুব সিলভেস্ত্রের।