দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নিজে মাত্র ১৮ বছর বয়সে এভার্টন ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে যোগ দিয়েছিলেন। এরপর দীর্ঘ ১৬ বছর ধরে আস্তে আস্তে হয়ে উঠেছেন ম্যান ইউয়ের কিংবদন্তি। ম্যানচেস্টারে লাল জার্সি গায়ে আজ অনবদ্য ওয়েন রুনি। ইতিমধ্যেই ম্যানচেস্টারের স্যার ববি চার্লটনকে টপকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম স্বর্নাক্ষরে লিখে নিয়েছেন তিনি। কথায় বলে, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোরা থোরা। হ্যাঁ, বাবার পথেই চলেছেন রুনি পুত্র কাই রুনি।ম্যানচেস্টারে জার্সিতে বাবার মতো নায়ক হয়ে ওঠার প্রথম ধাপ পূরণ করল সে।
ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ একাডেমিতে সই করলেন মাত্র ১১ বছর বয়সী রুনি পুত্র কাই রুনি।২০০৪ সালে ম্যানইউতে আসার পর দীর্ঘ ১৬ বছরে ৩৯৩ ম্যাচে মোট ১৮৩ টি গোল করেছেন ওয়েন রুনি। যদিও এই মুহূর্তে রুনি রয়েছেন ডার্বি কাউন্টিতে। কিন্তু ছেলের জন্য তিনি দ্বারস্থ হলেন পুরনো ক্লাব ম্যান ইউয়ের। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় কাই। বাবার মতোই ফুটবল তার নেশা। এদিন ইউথ একাডেমিতে কাইয়ের সই করার সময় উপস্থিত ছিলেন রুনি এবং তার স্ত্রী।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন,”আজ গর্বের দিন। শুভেচ্ছা কাই।নিজের সেরাটা দিও।”
অবশেষে বাবার প্রিয় ক্লাবেই যাত্রা শুরু হল পুত্র কাইয়ের। এখন আগামী দিনে ফুটবল পায়ে তিনি ওয়েনের মতোই অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে থাকবে আপামর ফুটবলপ্রেমীরা।