দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চিরঘুমের দেশে চলে গেলেন প্রাক্তন মহিলা হকি খেলোয়াড় অনুরীতা সাইনি। ১৯৮২ সালের এশিয়াডে ভারতের সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে জন্ডিসের কারণে তাকে ভর্তি করা হয় নয়াদিল্লির সেন্ট্রাল রেলওয়ে হাসপাতালে। এই সপ্তাহের শুরুর দিকে সেখানেই মৃত্যু হয় তার।
ফৈজাবাদের সেনা পরিবার থেকে উঠে আসা এশিয়াডের সোনা জয়ী এই খেলোয়াড়ের লড়াকু জীবন এখনো অনুপ্রাণিত করে সকলকে। খেলতেন রাইট হাফে, কঠিন ট্যাকেলিংয়ের জন্য পরিচিত ছিলেন অনুরীতা। পাশাপাশি মাঝমাঠে পাস বাড়ানোতেও ছিলেন দক্ষ। ১৯৮১ সালে এক সপ্তাহের মধ্যে বাবা মাকে একসাথে হারান তিনি। কিন্তু ভেঙে পড়েননি এই লড়াকু প্রতিভা। মাঠের মতোই মাঠের বাইরে চালিয়েছেন একইরকম লড়াই।
১৯৮২ সালে এশিয়াডে প্রথম অন্তর্ভুক্ত হয় ভারতীয় মহিলা হকি দল। আর সেবারই প্রথম স্থান দখল করে সোনা জিতে নিয়েছিল তারা। তারপর থেকে এখনো এশিয়ান গেমসে সোনা আসেনি মহিলা হকিতে। সেই এশিয়াডে দুরন্ত পারফরম্যান্সের জন্য নজর কেড়েছিলেন অনুরীতা।১৯৮৩ সালে মহিলা হকি বিশ্বকাপে প্রতিনিধিত্বও করেন তিনি। এরপর ২০০২-০৭ সাল অবধি ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছিলেন অনুরীতা সাইনি।এক সফল জীবন শেষ করে এবার চিরঘুমের দেশে চলে গেলেন সেই মহিলা কিংবদন্তি।