দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকাল অ্যাডিলেডে গোলাপী টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটের বিনিময়ে ৯ রান সংগ্রহ করেছিল ভারত। ভারতের কাছে লিড ছিল মোট ৬২ রান। ক্রিজে অপরাজিত ছিলেন আগরওয়াল এবং বুমরাহ। কিন্তু আজ সকালে মাত্র দু রান করে কামিন্সের বলে তারই হাতে ক্যাচ দেন বুমরাহ। ফলে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ভারত। এরপর দলগত ১৫ রানের মাথায় আবার বড় ধাক্কা খায় ভারতীয় দল। খাতা খোলার আগেই তামিমকে তৃতীয় শিকারে পরিণত হন পুজারা। বেশিক্ষণ অধিনায়ক বিরাটের সাথ দিতে পারেননি মায়াঙ্কও। মাত্র ৯ রান করে হেজেলউডের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি।
ফলে অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের উপর আরো একবার দায়িত্ব ছিল ভারতকে সম্মানজনক লক্ষ্যে পৌঁছে দেওয়ার। কিন্তু আজ বিধ্বংসী হয়ে উঠেছিলেন হেজেলউড এবং কামিন্স। ফলে স্কোরকার্ডে রান যোগ করার আগেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহানে। ফলে মাত্র ১৫ রানে অর্ধেক দল খুইয়ে চাপে পড়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে তাদের দরকার ছিল সম্মানজনক লিড তৈরি করা। কিন্তু মাত্র ছয় রানে চার উইকেট হারিয়ে আজ যেভাবে চাপে পড়ে যায় ভারতীয় দল, সাথে ভারত সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছিল বিরাট কোহলির উপর।কিন্তু কামিন্সের বলে ড্রাইভ করতে গিয়ে ৪ রানে গ্রীনের হাতে ক্যাচ দেন বিরাট কোহলিও।
বলতো ভারতের শেষ আশাও প্রায় শেষ হয়ে যায়।অনভিজ্ঞ হনুমা বিহারী এবং ঋদ্ধিমান সাহার পক্ষে ভারতকে শেষ অবধি টেনে নিয়ে যাওয়ার ছিল যথেষ্ট কঠিন।
কিন্তু হেজেলউডের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি সাহা এবং অশ্বিন দুজনেই। প্রথমে ৪ রান যোগ করে ফেরেন সাহা। পরের বলে খাতা খোলার আগেই ফিরে যান রবীচন্দ্রন অশ্বিন। আজ হ্যাট্রিক করার সুবর্ণ সুযোগ ছিল হেজেলউডের সামনে। উমেশ যাদবের ডিফেন্সে ভর করে কোনরকমে হ্যাটট্রিক এড়ায় তারা। বিরুদ্ধ পরিস্থিতিতেও কিছুটা টিকে থাকার চেষ্টা করেন বিহারী। কিন্তু মাত্র ৩০ রানে ৮ উইকেট হারিয়ে তখন ভারত তখন চেষ্টা করছে তাদের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে করা সর্বনিম্ন ৪২ রানের রেকর্ড অতিক্রম করার।
কিন্তু তার প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৮ রানে তাকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন জস হেজেলউড।এর ওপর ভারতের জন্য আরো বড় সমস্যা তৈরি হয়, যখন কামিন্সের বলে হাতে চোট পান মোহাম্মদ শামি।কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ছোট্ট রান ডিফেন্ড করতে তাকে খুবই দরকার ছিল ভারতের। কিন্তু আর ব্যাটিং করতে পারেননি শামি, তাই গোলাপি বলের সামনে ভারতের এই লজ্জাজনক ব্যাটিং ডিসপ্লে শেষ হয় ৩৬ রানেই।এখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৯০ রান। সম্ভবত তাদের সামনেই জয় শুধু সময়ের অপেক্ষা।