দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকাল অ্যাডিলেডে গোলাপী টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটের বিনিময়ে ৯ রান সংগ্রহ করেছিল ভারত। ভারতের কাছে লিড ছিল মোট ৬২ রান। ক্রিজে অপরাজিত ছিলেন আগরওয়াল এবং বুমরাহ। কিন্তু আজ শুরু থেকেই হেজেলউড এবং কামিন্সের সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। আজ তাদের স্কোরকার্ড অনেকটা ছিল ফোন নম্বরের মত। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল,হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পুজারা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কেউই। ফলে লজ্জাজনক ৩৬ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। এর আগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সামনে ভারতের সর্বনিম্ন রেকর্ড ছিল ৪২ রান। সেই স্কোর এসেছিল ১৯৭৪ সালে। আজ সেখানেও পৌঁছাতে পারেনি ভারতীয় দল। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ৯০ রান।
১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ছিলেন ফারুক ইঞ্জিনিয়ার, সুনীল গাভাস্কার,অজিত ওয়াদেকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ,মদনলালরা।ইংল্যান্ডের বেশি ম্যাচে মাত্র ২১ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন ক্রিস অল্ড। ৪ উইকেট তুলে নেন আর্নল্ড। এই ম্যাচের মতই সেই ম্যাচেও রিটায়ার্ড হার্ট হন চন্দ্রশেখর। হলে তো নয় উইকেটেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এই ম্যাচের রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে চলে যেতে হয় মোহাম্মদ শামিকে। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন যশ হেজেলউড। অন্যদিকে ৪ উইকেট তুলে নেন প্যাট কামিন্স।
ডিফেন্ড করার মতো যথেষ্ট রান নেই ভারতীয় বোলারদের সামনেও। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করেন অস্ট্রেলিয়ান ওপেনাররা। অন্যদিকে শামি না থাকায় ভারতের জন্য পরিস্থিতি ছিল আরও কঠিন। ভোজন বিরতির আগে অবধি এখনো কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। আপাতত তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান।