দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ডনের শহরে লজ্জাজনক হার দিয়ে শুরু হলো ভারত অস্ট্রেলিয়া টেস্ট সফর। প্রথম ইনিংসে কোহলির ৭৪,পূজারার ৪৩ এবং রাহানের ৪২ রানের দৌলতে ২৪৪ রানের সম্মানজনক লক্ষ্যে পৌঁছে ছিল টিম ইন্ডিয়া। বুমরাহ উমেশ যাদব এবং রবীচন্দ্রন অশ্বিনদের দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে বেঁধেও রাখতে সক্ষম হয় তারা। কিন্তু টেস্টে দুদিন চালকের আসনে থাকা সত্ত্বেও তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে প্রায় পকেটে পুরে খেলা ম্যাচ অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয়। স্বাভাবিক ভাবেই নিজেদের ঘরের মাঠে আর কোন ভুল করেনি অস্ট্রেলিয়া। জো বার্ন্সের অর্ধশতক এবং ম্যাথু ওয়েডের ৩৩ রানের ইনিংসের সৌজন্যে ৮ উইকেট বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ৯০ রান তুলে নেয় তারা।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার শিকার হন কোহলি পত্নী অনুষ্কা শর্মা। এ অবশ্য নতুন কিছু নয় এর আগেও ভারতের হারের পর টুইটারে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। কিন্তু এবার পিতৃত্বকালীন ছুটি নিয়ে দ্বিতীয় টেস্টের আগেই ফিরে আসছেন কোহলি। আর সেই কারণে ইতিমধ্যেই তিনি বিরাগভাজন হয়েছেন সমালোচকদের। তার ওপর গোলাপি বলের টেস্টে এই হার যেন আগুনের ঘৃতাহুতি করেছে। ছবি, মিম এবং ভিডিওতে ভরে গেছে টুইটার।
তবে এর প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। অনেক নেটিজেনই বলেন,”ভারত আজ যা প্রদর্শন করেছে প্লিজ তার মধ্যে অনুষ্কা এবং তার সন্তানকে টেনে এনোনা।আমরা খারাপ খেলেছি আর সেই কারণেই হেরেছি। এর চেয়ে বেশি কিছু না। টেস্ট ক্রিকেটে বড় বড় টিমের সঙ্গেও এটা ঘটে। আমাদের শিখতে হবে এবং আগামী দিনে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।”