দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি মরশুমটার শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির। গত মরশুমে বার্সাকে কোন ট্রফি এনে দিতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি। এই মরশুমে লা লিগার লড়াইয়ে আপাতত বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপপর্বেও শেষ কয়েক বছরের মধ্যে প্রথমবার গ্রূপে দ্বিতীয় হয়ে নক-আউটে পৌঁছিয়েছে বার্সা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের কাছে মেসিদের হারতে হয়েছে ৩-০ ফলে। ফিফা দ্য বেস্ট পুরস্কারেও মেসি, লিয়নডস্কি এবং চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেছনে তৃতীয় হিসাবে ফিনিশ করেছেন। চলতি মরশুমে এখনও অবধি মেসির সেরা প্রাপ্তি হলো ফিফার বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত ফরোয়ার্ড হিসাবে জায়গা করে নেওয়া।
এরই মধ্যে “চ্যাম্পিয়ন ফর পিস” পুরস্কার জিতলেন লিওনেল মেসি। মাঠের বাইরে দাতব্য নানা রকম কর্মসূচিতে যুক্ত থাকায় এই সম্মানে সম্মানিত করা হল বার্সা মহাতারকাকে। করোনা অতিমারী বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ার পর বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তারই প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশন পাশে দাঁড়িয়েছিল আফ্রিকার সুব্যবস্থা বঞ্চিত শিশুদের পাশে। তারই ফলস্বরুপ তাকে স্বীকৃতি দিল “পিস অ্যান্ড স্পোর্ট” নামের এক সংগঠন।