দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে মুখোমুখি হয়েছিল চলতি মরশুমের দুই কালো ঘোড়া চেন্নাইয়ান এফসি এবং এফসি গোয়া। আইএসএলের শুরুটা দুর্দান্ত করেছিলেন সেসবা লাজলোর ছেলেরা। কিন্তু প্রথম ম্যাচে জামশেদপুরকে হারানোর পর সেই ফর্ম আর খুঁজে পাওয়া যায়নি ছাঙতে, জেরি-দের মধ্যে। অপরদিকে গোয়ার ফর্মও খুব একটা ভালো যাচ্ছিল না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ছিল দুই পক্ষই। চেন্নাইয়ানে জন্য ভালো খবর ছিল চোট সারিয়ে আজ প্রথম একাদশে ফিরেছিলেন অনিরুদ্ধ থাপা।
ম্যাচের শুরুটা হয় দুর্দান্তভাবে। ম্যাচের ৫ মিনিটে দুর্দান্ত গোলে চেন্নাইয়ানকে এগিয়ে দেন রাফায়েল ক্রিভেয়ারো। তার নেওয়া কর্ণার বাতাসে বাঁক খেয়ে সবাইকে ফাঁকি দিয়ে গোলে ঢুকে যায়। কিন্তু তার ঠিক চার মিনিটের মধ্যে জেসুইরাজের ক্রস থেকে গোয়ার হয়ে সমতা ফেরায় অর্তিজ। এরপর দুই দলই ক্রমাগত আক্রমণ শানাতে থাকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় দুই পক্ষই। ২৫ মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন ছাঙতে। এখানেই শেষ নয়, ৪২ মিনিটে ফের একবার ওপেন নেটে বল ঢোকাতে ব্যর্থ হন ছাঙতে। একাধিক আক্রমণ করেও গোলসংখ্যা আরও বাড়াতে ব্যর্থ হয় দু পক্ষই। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুটাও হয় চূড়ান্ত আক্রমণাত্মক ভাবে। ৪৭ মিনিটে ছাঙতের পাস থেকে ওপেন নেট মিস করেন প্রথমার্ধের গোলদাতা ক্রিভেয়ারো। এরপর এডু বেদিয়ার শট দুর্দান্তভাবে বাঁচান চেন্নাইয়ান গোলকিপার বিশাল কাইথ। দুই পক্ষই ভয়ংকর আক্রমণাত্মক খেলা খেলতে থাকে। শেষপর্যন্ত ক্রিভেয়ারোর পাস থেকে গোল করে চেন্নাইয়ানকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা তরুণ বাঙালি ফুটবলার রহিম আলী। ৭৭ মিনিটে রহিম আলীর পাস থেকে গোল মিসের হ্যাটট্রিক করেন ছাঙতে। গোয়াও প্রচুর আক্রমণ করেছিল। কিন্তু লাভ হয়নি। শেষপর্যন্ত ২-১ ফলে ম্যাচ জেতে চেন্নাইয়ান।