দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পৃথ্বী শকে টেস্ট দলে দেখতে চান না বিশ্বকাপজয়ী তারকা ওপেনার সুনীল গাভাস্কার। প্রথম টেস্টের দুই ইনিংসেই একইভাবে ভিতরে ঢুকে আসা বলে বোল্ড হন পৃথ্বী। প্রথমবার তার উইকেট শিকারি ছিলেন স্টার্ক এবং দ্বিতীয় বার তাকে সাজঘরে ফেরায় দ্রুতগতিতে ব্যাক প্যাডের ফাঁক দিয়ে গলে যাওয়া কামিন্সের ইন সুইং। ভারতীয় ওপেনারদের এই বাজে ডিফেন্সের কোয়ালিটি দেখে এর আগেই মুখ খুলে ছিলেন গাভাস্কার। তিনি বলেন ভারতীয় ওপেনারদের ব্যাট-প্যাডের মধ্যে এত ফাঁক যে সেখান দিয়ে আরামসে ট্রাক গলে যেতে পারে।পৃথ্বী শয়ের টেকনিকের গন্ডগোল টেস্ট ক্রিকেটে আগেও ভুগিয়েছে তাকে।
তার বাজে ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সমালোচক। এমনকি টেস্ট ক্রিকেটে টিকে থাকতে গেলে যে তাকে নিজের ব্যাটিং স্টাইলের অনেকটাই পরিবর্তন ঘটাতে হবে এমন পরামর্শও দিয়েছেন অনেকেই। বিশেষত অস্ট্রেলিয়ার সমৃদ্ধ বোলিং অ্যাটাকের সামনে টেকনিক্যালি শক্তিশালী না হলে রান পাওয়া অনেক ক্ষেত্রেই অসম্ভব। এইসব কথা মাথায় রেখেই এই তরুণ মুম্বাইকারের বিরুদ্ধে এবার মুখ খুললেন আরেক মুম্বাইকার।বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তাকে গাভাস্কার জানান, পৃথ্বী শয়ের টেকনিক্যাল সমস্যা রয়েছে। আর এই কারণে আপাতত তার দলের বাইরে থাকাই ভালো। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে বরং শুভমান গিলকে অনেক বেশি পছন্দ সুনীলের। এদিন তাকে ভারতীয় দলে খেলানোর কথাও তোলেন তিনি। তিনি বলেন,পাঞ্জাবের হয়ে ওপেনার হিসেবে দায়িত্ব সামলান শুভমান। তাই ভারতীয় দলের ওপেনার হিসেবে তাকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে।
একথা ঠিক যে গোলাপি টেস্টের আগে খেলা প্রস্তুতি ম্যাচগুলিতেও তেমনভাবে রান পাননি পৃথ্বী শ। নির্বাসন কাটিয়ে ফেরার পর রঞ্জিতে ভালো পারফর্মেন্স করলেও আইপিএল থেকেই আবার ফর্ম পড়তে থাকে পৃথ্বীর। অন্যদিকে প্রস্তুতি ম্যাচ গুলিতেও যথেষ্ট ভালো প্রদর্শন করেছেন সম্মান। গোলাপি বলের বিরুদ্ধেও প্রথম ইনিংসে ৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের যোগদান রেখেছিলেন তিনি। অন্যদিকে একবারই মাত্র ৪০ রানের ইনিংস খেলতে পেরেছিলেন পৃথ্বী এবং সেই ইনিংসও ছিল অনেকটাই টি-টোয়েন্টি মোডে খেলা। এই প্রসঙ্গ আরো বেশি উল্লেখ্য কারণ ক্রিজে টিকে থেকে বিরুদ্ধ পরিস্থিতিতে কঠিন সময় কাটাতে পারেননি পৃথ্বী। যদিও অনেক ক্ষেত্রে রানটাই শেষ কথা কিন্তু বিরুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকতে না শিখলে অস্ট্রেলিয়ার দুরন্ত পেস অ্যাটাকের বিরুদ্ধে রান বের করা যথেষ্ট শক্ত হবে তার পক্ষে।