দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মাত্তিয়া অগনিস, হ্যাঁ এই নামটিই এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে গোটা ফুটবল বিশ্বের মুখে মুখে। ১৭ বছর বয়সী এই কিশোর ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতে আজ সংবাদ শিরোনামে। ফুটবল মাঠে তাক লাগানো কোনও পারফরম্যান্স নয়। ফিফার বর্ষসেরা পুরস্কারের মঞ্চে তাই অগনেসকে ডাচ কিংবদন্তি রুড গুলিট বলেন, তুমি আমার নায়ক, আমাদের নায়ক।
হ্যাঁ অগনিস সত্যিই নায়ক! ইতালির আস্পেদেলাত্তির ডিফেন্ডার জানুয়ারি মাসে কাইরেসের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারের জীবন বাঁচাতে বড় ভূমিকা নিয়েছিলেন। সংঘর্ষের পর মাঠে অজ্ঞান হয়ে পড়েছিলেন প্রতিপক্ষ দলের ফুটবলার। মানবিক দায়িত্ববোধ থেকেই সেদিন ছুটে গিয়েছিলেন অগনিস।
মার্সেলো বিয়েলসা, ববি রবসনদের হাতে যে পুরস্কার শোভা পেয়েছে, তা ক্যারিয়ার শুরুর পথেই পেয়ে গেলেন এই তরুণ ইতালিয়ান। টোগোর ফুটবলার ফ্রাঙ্কোইস কোনে প্রায় একইভাবে প্রতিপক্ষ খেলোয়াড়ের জীবন বাঁচিয়ে ২০১৭ সালে জিতেছিলেন ফেয়ার প্লে পুরস্কার। তার আগেও আরও তিনবার মাঠে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে খেলোয়াড়ের জীবন বাঁচানোয় অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি।