দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের শুরুটা দুঃস্বপ্নের মত হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। পাঁচটি ম্যাচ হয়ে গিয়েছে, কিন্তু এখনও জয়ের মুখ দেখেনি রবি ফাওলারের দল। হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে দুটি গোল করেও হারতে হয়েছে। লিগ টেবিলে সবার নীচে দল। কিন্তু আপাতত হতাশ ঝেড়ে ফেলে কালকের ম্যাচে নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছেন রবি ফাওলার। দলের ফুটবলারদের এই বলেই উদ্বুদ্ধ করেছেন তিনি। ভারতীয় ফুটবলারদের নিয়ে প্রশ্ন তুলে বিতর্কও তৈরি করেছিলেন ফাওলার। কিন্তু আপাতত সেসব বাদ দিয়ে কালকের ম্যাচে ফোকাস করছে লাল হলুদ শিবির।
রবিবার বাম্বো লিমের জিএমসি স্টেডিয়ামে অবশ্য লাল হলুদ শিবিরের প্রতিপক্ষ কেরল। প্র্যাকটিস ম্যাচে যাঁদের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এই মুহুর্তে কেরালার অবস্থাও ভাল নয়। টুর্নামেন্টে এখনও একটাও ম্যাচ জিততে পারেনি কিবু ভিকুনার দল। মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন কোচের বর্তমান দল তাই একটু অস্বস্তিতে। তবে রবি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন,”এই দলটার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে জিতেছিলাম ঠিক কথা, কিন্তু রবিবার আসল ম্যাচ। তাই ওই আগের ম্যাচের জয়ের কোনও মূল্য নেই।
ইস্টবেঙ্গল দলে কালকেও হতে পারে কিছু পরিবর্তন। শুরু থেকে খেলতে পারেন অ্যারণ আমাদী হ্যালওয়ে। দলে আরও কিছু পরিবর্তন থাকতে পারে এসসি ইস্টবেঙ্গলের। হয়তো চমক হিসাবে ক্যালম উডস-কেও নামিয়ে দিতে পারেন রবি ফাওলার, যদিও সে সম্ভাবনা কম
এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
দেবজিৎ মজুমদার
রক্ষণ-
শেহনাজ, ইরশাদ, নেভিল
মাঝমাঠ-
স্টেইনম্যান, পিলকিংটন, জ্যাক ম্যাঘোমা, রফিক, নারায়ণ দাস, লিংডো
আক্রমণ-
হ্যালওয়ে
কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অ্যালবিনো গোমস
রক্ষণ-
নিশু কুমার, বাঁকারী কোনে, কোস্তা, ধনচন্দ্র মিতেই
মাঝমাঠ-
রোহিত কুমার, ফাকুন্দো আবেল, ভিসেন্তে গোমেজ
আক্রমণ-
রাহুল কেপি, গ্যারি হুপার, সত্যসেম সিং