দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শামি।গতকাল গোলাপি টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় প্যাট কামিন্সের বাউন্সার সোজা এসে লাগে মোহাম্মদ শামির ডান হাতের কব্জিতে। তার পরেই তাকে মাঠ ছেড়ে বাইরে চলে যেতে হয়। শুধু ব্যাটিং নয় বোলিং করতেও এদিন আর মাঠে ফিরতে পারেননি তিনি। এরপর সন্ধ্যায় জানা যায় শুধু এই একটি টেস্ট নয় সম্পূর্ণ সিরিজ জুড়েই আর ফিরতে পারবেন না শামি। ভারতীয় শিবিরের গুরুত্বপূর্ণ এই বোলার কব্জির হাড় ভেঙে টেস্ট সিরিজ থেকে রুলড আউট হয়ে যাওয়ায় এখন যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে ম্যানেজমেন্টের কপালে। কারণ প্রথম টেস্টের পর দেশে ফিরবেন অধিনায়ক বিরাটও। একজন গুরুত্বপূর্ণ বোলার এবং একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের শক্তি হয়ে যাবে প্রায় অর্ধেক। এমতাবস্থায় কাকে পছন্দ করলেন সুনীল গাভাস্কার।
সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “চোটের কারণে শামি রুলড আউট হয়ে যাওয়ায় সুযোগ দেওয়া যেতে পারে নবদীপ সাইনি কিম্বা মোহাম্মদ সিরাজকে। সাইনি প্রস্তুতি ম্যাচগুলোতে যথেষ্ট ভালো বোলিং করেছেন। অন্যদিকে সিরাজও নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। তাই আমার মতে এদের দুজনের মধ্যে একজন আসতে পারেন টেস্ট দলে।”
এদিন লজ্জাজনক ব্যাটিং সম্পর্কে কথা ওঠার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল দলের কোচ রবি শাস্ত্রীকে নিয়েও। তবে এ ক্ষেত্রে কোচ এবং সাপোর্ট স্টাফদের পাশে দাঁড়িয়েছেন গাভাস্কার, তিনি বলেন,”দিনের শেষে মাঠে নেমে খেলোয়াড়দেরই খেলাটা খেলতে হবে। সাপোর্ট স্টাফরা কেবল বাইরে থেকে সাহায্য করতে পারেন মাত্র। বিশ্বকাপের পরেও খারাপ ব্যাটিংয়ের দায়ভার সামলাতে ব্যাটিং কোচ সঞ্জায় বাঙ্গারকে স্কেপগোট বানানো হয়েছিল। এতে কোনো লাভ নেই।”
এদিন তিনি আরও যোগ করেন,”এত খারাপ ফিল্ডিং না হলে আমরা হয়তো প্রথম ইনিংসে ১০০ বা ১২০ রানের লিড পেতাম। সেক্ষেত্রে যথেষ্ট সমস্যা হতে পারতো অস্ট্রেলিয়া দলের জন্য। আগামী দিনে এইভাবে পজেটিভ মানসিকতা নিয়ে লড়াই করতে হবে। তবেই ভারত কাম ব্যাক করতে পারবে।”
তবে ভারতের পক্ষে কামব্যাক করা যে ভীষণ শক্ত একথা কার্যত মেনে নিয়েছেন গাভাস্কার। তবে তার সঙ্গে তিন পরিবর্তনের দিকে মনযোগ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পৃথ্বী শয়ের বদলে তিনি দেখতে চান শুভমান গিলকে। সেকথা এদিন কার্যত স্পষ্ট করে দেন বিশ্বকাপজয়ী ভারতীয় ওপেনার।