দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। কালকের দিনটিও একেবারেই ভালো যায়নি। কালকের ম্যাচের আগে ১৩ নম্বরে থাকা ভ্যালেন্সিয়া বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হয় রোনাল্ড কোম্যানের দল। মেসি গোল পেয়েছিলেন কিন্তু তা বার্সাকে জেতানোর জন্য যথেষ্ঠ ছিল না। গোল পান চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে ম্যাচে বার্সা ভক্তদের চোখে খলনায়ক হয়ে যাওয়া তরুণ ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। কিন্তু শেষপর্যন্ত ম্যাক্সি গোমেজ এবং মোকটার ডিয়াখাবিয়ের গোলে ২-২ ফলে ম্যাচ ড্র করতে সমর্থ হয়।
ম্যাচ হারলেও এদিন ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেন মেসি। প্রথমার্ধর অতিরিক্ত সময়ে ১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টিটি নিতে এগিয়ে যান মেসি। কিন্তু ভ্যালেন্সিয়া গোলরক্ষক ডমিনিক বাঁচিয়ে দেন তার পেনাল্টি। কিন্তু সেই বাঁচানো বল আবার বক্সে পাঠান জর্দি অ্যালবা। সেই বলটিকে হেড করে বার্সেলোনার হয়ে ৬৪৩ গোল করে পেলেকে ছুঁয়ে ফেলেন আর্জেন্টাইন মহাতারকা। এক ক্লাবের হয়ে এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল পেলের একার। ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসের হয়ে ৬৫৬ ম্যাচে ৬৪৩ গোল ছিল তার। সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। চলতি বছরে পেলেকে টপকেও যাওয়ার সুযোগ থাকছে তার সামনে।
রেকর্ড যা এতদিন শুধু তার নামে ছিল, তাতে ভাগ বসানোয় মেসির ওপর বিন্দুমাত্র ক্ষুব্ধ হননি পেলে। বরং টুইট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বার্সেলোনায় সুন্দর কেরিয়ারের জন্য মেসিকে অভিনন্দন জানিয়েছেন ফুটবল সম্রাট। এখনও ২০২০ তে দুটি ম্যাচ খেলবেন বার্সেলোনা। ওই দুটি ম্যাচে আর একটি গোল করলেই একক ফুটবলার হিসাবে কোনও একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি হয়ে যাবে মেসির একার। সেই অপেক্ষাতেই দিন গুনছেন মেসি ভক্তরা।