দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতকে হারিয়ে উঠে এখনো একদিনও হয়নি। গোলাপি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে অস্ট্রেলিয়া দল। শুধু জয় নয়, ভারতকে লজ্জাজনক ব্যাটিং রেকর্ডের সামনেও খাড়া করে দিয়েছে তারা। আর তারপরেই আইপিএল কন্ট্রাক্ট চেয়ে বসলেন অজি তারকা লাবুশানে।আইপিএলে জনপ্রিয়তা কোন স্তরে পৌঁছেছে এর চেয়ে বড় প্রমাণ বোধহয় আর হয় না। ঐতিহাসিক জয়ের চেয়েও অজি ক্রিকেটার দের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আইপিএলের কন্ট্রাক্ট।
ক্রীড়া সংবাদ মাধ্যম ক্রিকবাজকে ম্যাচ শেষে লাবু শানে জানান,”বহুদিন ধরেই আইপিএলের খেলার ইচ্ছা আমার। পুরো টুর্ণামেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি আমি। কখনো না কখনো আইপিএল খেলতে চাই নিজের কেরিয়ারে। তবে আমার মনে হয়,সুযোগের জন্য অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করা ঠিক হবে না। সবাই জানে গতবছর আমার কেরিয়ার কিভাবে বেড়ে উঠেছে।দ্রুত উঠে এসেছি আমি। দেড় বছর আমিও হয়তো আমি আইপিএল খেলার যোগ্য ছিলাম না। তবে এখন আমি ওখানে খেলতে চাই।”
প্রথম ইনিংসে বুমরাহ অশ্বিনদেরর দাপট সামলে ৪৭ রানের ইনিংস উপহার দেন লাবুশানে। ভারতীয় বোলারদের দাপটে সেদিন পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন। অনেক বার সুযোগ পেলেও সেই সুযোগের সদ্ব্যবহার করতে কোনো রকম ভুল করেননি মার্নস লাবুশানে।লাবুশানে এবং পেইনের সৌজন্যেই ১৯১ রানের লড়াকু স্কোরে পৌঁছায় টিম অস্ট্রেলিয়া। তাই তিনি যে এখন যথেষ্ট আত্মবিশ্বাসী এ নিয়ে কোন সন্দেহ নেই।