দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ রবিবার আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং হায়দরাবাদ। গতম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ড্র করার পর আজ জয়ের জন্য মরিয়া ছিল সার্জিও লোবেড়ার মুম্বাই। আর অপরদিকে গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে গিয়েও জয় তুলে নিয়েছিল হায়দরাবাদ। ফলে আজও ভালো পারফরম্যান্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল আরিদানে, লিস্টন কোলাসোরা।
শুরু থেকে বলের ওপর বেশি নিয়ন্ত্রণ রেখে আক্রমণ শানানোর চেষ্টা করতে থাকে মুম্বাই। উল্টোদিকে মাঝমাঠে মুম্বাইয়ের কাছ থেকে বল কেড়ে আক্রমণ করার চেষ্টা করতে থাকে হায়দরাবাদ। আক্রমণ, প্রতি-আক্রমণে খেলা রীতিমতো জমে ওঠে। শেষপর্যন্ত প্রথমার্ধের শেষ লগ্নে জাহুর ভাসানো বল আলতো করে ফাস্ট টাচে বক্সে রাখে বিপিন। বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে সেই বলটিকে জালে জড়িয়ে মুম্বাইকে এগিয়ে দেন ভিগনেশ। নিঃসন্দেহে এইবারের আইএসএল অন্যতম সেরা গোল। এরপর ম্যাচের গতি কমিয়ে দেওয়ার চেষ্টা করে মুম্বাই। কিন্তু তা সত্ত্বেও ৪৩ মিনিটে দুর্দান্ত একটি আক্রমণ করেছিল হায়দরাবাদ। কিন্তু আকাশ মিশ্রার ক্রসে হেড করার সময় চোখ বন্ধ করে ফেলে মহম্মদ ইয়াসির। ফলে ফাঁকা গোলে বল ঢোকাতে ব্যর্থ হন তিনি। শেষপর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ কমায়নি মুম্বাই। ৫৩ মিনিটে তরুণ তারকা লিস্টন কোলাসো-কে মাঠে আনেন হায়দরাবাদ কোচ মানলো মার্কুয়েজ। এরপর বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ তুলে আনে হায়দরাবাদ। কিন্তু ভালো ফাইনাল বলের অভাবে গোল আসেনি। উল্টে ৫৯ মিনিটে হায়দরাবাদ রক্ষনের ভুলে একটি লুজ বল ধরে বর্জেসের পাস থেকে গোল করে মুম্বাইকে এগিয়ে দেয় লা ফন্দ্রে। চলতি আইএসএলে এটি ছিল তার পঞ্চম গোল। এরপর হায়দরাবাদ চেষ্টা করেও কিছু করতে পারেনি। উল্টে মুম্বাই আরও কয়েকবার গোল করার মতো জায়গায় চলে এসেও গোল করতে ব্যর্থ হয়। দুর্দান্ত পারফরম্যান্স করে মুম্বাই ডিফেন্স। ২-০ ফলে জিতে মাঠ ছাড়ে সার্জিও লোবেড়ার দল।