দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গোলাপি টেস্টে হারের পর ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছিল পৃথ্বী শ এবং ঋদ্ধিমান সাহার ফর্মকে কেন্দ্র করে। ব্যাট হাতে পরপর দুই ইনিংসেই চরম ব্যর্থ পৃথ্বী। অন্যদিকে মোটের উপর ভালো উইকেট কিপিং করলেও ব্যাটিংয়ে দুর্যোগের সময় সেভাবে রুখে দাঁড়াতে পারেননি ঋদ্ধিমান সাহা। এছাড়া দ্বিতীয় টেস্টে থাকছেন না মোহাম্মদ শামি এবং বিরাট কোহলি। তাই আপাতত মেলবোর্নে বক্সিং ডে টেস্ট নামার আগে, সুত্রের খবর অনুযায়ী চারটি বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় দল।
একদিকে যেমন বিরাট কোহলির জায়গায় আসতে চলেছেন কে এল রাহুল, তেমনই ক্রিকেট জায়গায় শুভমানের খেলার সম্ভাবনা প্রবল। অন্যদিকে নিজেকে নিয়েও খুশি নয় টিম ম্যানেজমেন্ট। বিশেষত গোলাপি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর তারা চায় শুধু ভালো উইকেট কিপার নয় বরং ভালো ব্যাটসম্যান হিসেবে দ্রুতগতিতে রান তুলতে হবে তাকে। আর সেই কারণেই এই মুহূর্তে পান্থের দিকে তাকাচ্ছে ভারতীয় দল। গত ম্যাচে উইকেটকিপার হিসেবেও বেশ কয়েকটি সুযোগ মিস করেছেন ঋদ্ধি। তবে একথা মানতেই হবে যে সুযোগগুলো ভীষণই কঠিন ছিল।
অন্যদিকে মোহাম্মদ শামি না থাকায় টিম ম্যানেজমেন্ট বর্তমানে ভরসা রাখতে চলেছে মোহাম্মদ সিরাজের উপর। তালিকায় অবশ্য ছিলেন সাইনও। কিন্তু প্রস্তুতি ম্যাচে দুরন্ত ফর্মে নিরিখে সিরাজকেই এগিয়ে রাখছে ভারতীয় দল। কোন দিকে পৃথ্বী শয়ের জায়গায় আসতে চলেছেন শুভমান গিল এবং কোহলির পরিবর্ত হিসেবে আসতে চলেছেন কে এল রাহুল। শুরু থেকেই অস্ট্রেলিয়ায় দুরন্ত ফর্মে রয়েছেন রাহুল। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে ভালো প্রদর্শন করেছেন গিলও। আর সেই কারণেই এবার মেলবোর্নে মূলত তরুণদের উপরেই ভরসা আছে ভারতীয় দল।