দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অ্যাডিলেডে গোলাপি টেস্টে বিশেষত সেকেন্ড ইনিংসে ভারতের হতশ্রী ব্যাটিং দেখে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেক ক্রীড়া বিশেষজ্ঞ। সমস্ত রেকর্ড ভেঙে এদিন সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ১৯৭৪ সালের পর এত খারাপ ব্যাটিং পারফরম্যান্স আর কখনোই করতে হয়নি ভারতীয় দলকে। তাই স্বাভাবিক ভাবেই কথা উঠেছে ভারতের ব্যাটিং নিয়ে। এমনকি কথা উঠেছে কোচ রবি শাস্ত্রীকে নিয়েও। এবার সেই তালিকায় যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা তথা নির্বাচক দিলীপ বেঙ্কসরকার।
তার পরামর্শ অবশ্য ভারতীয় দলকে নয় বরং বিসিসিআইয়ের প্রতি। এদিন বিসিসিআইকে তিনি অনুরোধ করেন, অবিলম্বে রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে অস্ট্রেলিয়ায় পাঠানো হোক। অস্ট্রেলিয়ায় ভারতীয় ব্যাটিংয়ের গর্বের দিন বলতে অবশ্যই মনে পড়ে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণের সেই ম্যাজিক্যাল ইনিংসের কথা। শুধু একবার নয় যখনই সমস্যায় পড়েছে ভারতীয় দল রক্ষাকর্তা হিসেবে সামনে এসেছেন রাহুল দ্রাবিড়। এমনকি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনূর্ধ্ব ১৯ দলের সাথে কাজ করতে গিয়েও একের পর এক প্রতিভা উপহার দিয়েছেন তিনি। এবার সেই দক্ষ ভারতীয় ব্যাটসম্যানকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে অস্ট্রেলিয়ায় পাঠানোর অনুরোধ করলেন দিলীপ।
এদিন রাহুল দ্রাবিড় প্রসঙ্গে তিনি বলেন,”অজি ভূমে ভারতের এই হতশ্রী ব্যাটিং পারফরমেন্স দেখার পর বিসিসিআইয়ের এই মুহূর্তে রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত। নেটে দ্রাবিড়ের উপস্থিতি ভারতীয় দলের ব্যাটিংয়ের ছবিটাই পাল্টে দিতে পারে। এই মুহূর্তে কোভিড পরিস্থিতির কারণে এনসিএতে চাপ এমনিতেই কম, প্রায় বন্ধ রয়েছে বললেই চলে। তাই এই মুহূর্তে দ্রাবিড়কে অস্ট্রেলিয়ায় পাঠালে দেশের ক্রিকেটের ক্ষেত্রে আরো বেশি অবদান রাখতে তিনি নিজেকে উজাড় করে দিতে পারবেন।”
ভারতের ব্যাটিং স্কোরকার্ড গোলাপি টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রায় ছিল ফোন নম্বরের মত। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোরকার্ড ছিল যথাক্রমে ৪,৯,২,০,৪,০,৮, ৪,০,৪,১। ইতিমধ্যেই তা নিয়ে সমালোচনা বর্ষিত হয়েছে নানা মহলে। এবার সেই সমস্যা থেকে ভারতকে বের করে আনতেই বিসিসিআইকে এবং পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেটের এই প্রাক্তনী।এই আর্জি যে যুক্তিপূর্ণ এ নিয়ে কোন সন্দেহ নেই। এখন বিসিসিআই এ বিষয়ে কী পদক্ষেপ নেয় সে দিকেই নজর থাকবে সকলের।