24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে বিরাটকে টেক্কা স্মিথের,ব্যবধান এখন আনলাকি থার্টিন, বোলিংয়ে নয়ে অশ্বিন দশে বুমরাহ!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান দখল করলেও টেস্ট র‍্যাঙ্কিং তালিকায় দ্বিতীয় স্থানেই থাকতে হলো ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কারণ প্রথম স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। যদিও গত ম্যাচে গোলাপি বলের বিরুদ্ধে দুর্দান্ত ৭৪ রানের ইনিংস খেলে দুই পয়েন্টের ব্যবধান কমিয়েছেন বিরাট। তবে দুজনের মধ্যে এখনো আনলাকি ১৩ পয়েন্টের ব্যবধান বর্তমান। বর্তমানে ভারত অধিনায়ক বিরাট রয়েছেন ৮৮৮ পয়েন্টে এবং অন্যদিকে স্মিথ রয়েছেন ৯০১ পয়েন্টে। তবে স্মিথের সামনে বর্তমানে সুযোগ রয়েছে এই ব্যবধানকে আরো খানিকটা বাড়িয়ে নেওয়ার। কারণ অস্ট্রেলিয়ার হয়ে বাকি তিনটি টেস্টে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে নামেন তিনি।

    অন্যদিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে ফিরে আসছেন বিরাট। তাই এই সিরিজের নিরিখে স্মিথকে ছাপিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। তবে অদূর ভবিষ্যতে হয়তোবা এই লড়াইয়ে প্রথম স্থান অর্জন করে নেবেন কোহলি। এই র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বর্তমানে তাঁর সংগ্রহ ৮৭৭ পয়েন্ট। চতুর্থ স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ারই আরেক উঠতি তারকা লাবুশানে। আপাতত তার সংগ্রহে রয়েছে ৮৪৩ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তার ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৭৯৭ পয়েন্ট এবং ৭৯৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। দেখে মনে হয় এই সিরিজে বাবর আজমকে টেক্কা দিতে প্রস্তুত তিনি। কারণ আগামী বক্সিং ডে টেস্ট থেকেই চোট সারিয়ে মাঠে নামছেন তিনি। সপ্তম স্থানে রয়েছেন ৭৬০ পয়েন্ট অধিকারী বেন স্টোকস।

    অষ্টম স্থানে থাকা ভারতের অন্যতম টেস্ট তারকা চেতেশ্বর পূজারার সংগ্রহ ৭৫৫ পয়েন্ট। তাই পূজারার কাছেও বড় সুযোগ রয়েছে উপরের দিকে উঠে আসার। এই তালিকায় শেষ দুই ব্যাটসম্যান হলেন ইংল্যান্ডের জো রুট এবং নিউজিল্যান্ডের টম লাথাম। তাদের সংগ্রহ যথাক্রমে ৭৩৮ এবং ৭২৪ পয়েন্ট।

    একই সাথে টেস্টের সেরা দশ বোলারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আবারও এক অজি তারকা দখল করেছেন প্রথম স্থান। তিনি গত গোলাপি ম্যাচের অন্যতম নায়ক প্যাট কামিন্স। তার ঝুলিতে রয়েছে আপাতত ৯১০ পয়েন্ট।৮৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রর্ড। তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করেছেন দুই কিউয়ি পেসার নিল ওয়াগনার এবং টিম সাউদি। তাদের সংগ্রহ যথাক্রমে ৮৪০ ও ৮২৫ পয়েন্ট। পঞ্চম স্থান দখল করেছেন গত ম্যাচে ম্যাজিক্যাল স্পেল করা যশ হেজেলউড। তার সংগ্রহ ৮০৫ পয়েন্ট

    ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কগিসো রাবাডা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তাদের মধ্যে ব্যবধান মাত্র দুই পয়েন্টের। তাই আশা করা যায় বর্ডার গাভাস্কার ট্রফি শেষে হয়তোবা ষষ্ঠ স্থানে উঠে আসতে পারেন মিচেল স্টার্ক। কারণ তার সংগ্রহ ৮০০ পয়েন্ট এবং রাবাডার সংগ্রহ ৮০২। অষ্টম স্থানে রয়েছেন ইংল্যান্ডের আরেক বর্ষিয়ান তারকা জিমি অ্যান্ডারসন। আপাতত তার সংগ্রহ ৭৮১ পয়েন্ট। নবম এবং দশম স্থানে থাকা দুই ভারতীয় বোলার হলেন রবীচন্দ্রন অশ্বিন এবং বুমরাহ। তবে বুমরাহকে নিজের স্থান ভাগ করে নিতে হয়েছে ওয়েস্টইন্ডিজের জোরে বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার এর সাথে। তাদের দুজনেরই সংগ্রহ ৭৫৩ পয়েন্ট। অন্যদিকে রবীচন্দ্রন অশ্বিনের ঝুলিতে রয়েছে ৭৭৭ পয়েন্ট।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...