দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গত ম্যাচে এফসি গোয়াকে হারিয়ে ফের জয়ের রাস্তায় ফিরেছে এটিকে মোহনবাগান। এবার সেই জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর হাবাসের দল। সোমবার তাদের সামনে প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। একমাত্র দল হিসেবে চলতি আইএসএলে এখনও অপরাজেয় থেকে লিগ টেবিলে তিন নম্বরে রয়েছে উদান্তা, গুরপ্রীত-রা। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
কার্লোস কুয়াদ্রাতের দলের বিরুদ্ধে এটিকে এবং মোহনবাগান দু দলেরই রেকর্ড চোখে পড়ার মত। সবুজ মেরুন ব্রিগেডের ফিজি তারকা রয় কৃষ্ণাই যে তাদের তুরুপের তাস সেকথা জানেন সবুজ মেরুন সমর্থকরা। তাই কাল তার কাছ থেকে ফের গোল আসা করছেন মেরিনার্সরা। সেই সঙ্গে ক্রমশ সুস্থ হয়ে ছন্দে ফেরা ডেভিড উইলিয়ামস এবং চলতি টুর্নামেন্টে দুটি দুর্দান্ত গোল করে ফেলা ভারতীয় স্ট্রাইকার মনবীরের থেকেও ভালো পারফরম্যান্সে আশা করছেন তারা।
গত ম্যাচে কেরালার বিরুদ্ধে পিছিয়ে পরেও জয় ছিনিয়ে নিয়েছিল বেঙ্গালুরু। পরপর ম্যাচে গোল করে ফর্মে রয়েছেন সুনীল ছেত্রীও। কাল মাঠে এটিকে মোহনবাগানকে একফোঁটা জমি ছাড়বেন না তারা। তবে শক্তিশালী এটিকে মোহনবাগান ডিফেন্সকে ভাঙা সহজ হবে না অপসেথ, ডেলগাডো-দের পক্ষে। কাল ম্যাচ থেকে তিন পয়েন্ট বার করে আনতে নিজেদের শ্রেষ্ঠ খেলাটা খেলতে হবে কুয়াদ্রাতের ছেলেদের।