দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বক্সিং বিশ্বকাপটা মন্দ গেল না ভারতীয় দলের। জার্মানির কলন শহরে দুর্দান্ত পারফরম্যান্স করে মোট ৯ টি পদক নিয়ে আসলো তারা। এর মধ্যে রয়েছে ৩ টি সোনা, ২ টো রুপো, ৪ টি ব্রোঞ্জ। কিন্তু এতগুলি পদক জয় সত্ত্বেও প্রথম স্থানে শেষ করতে পারলো না ভারত। তারা শেষ করলো দ্বিতীয় স্থানে।
নিজ নিজ বিভাগে ভারতের হয়ে সোনা জেতেন সিমরণজিৎ কৌর এবং মণীষা মউন। জার্মানির মায়া ক্লেইনহ্যান্সকে ৪-১ ব্যবধানে হারিয়ে ৬০ কেজি ক্যাটাগরিতে সোনা নিশ্চিত করেন সিমরণজিৎ। ৫৭ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই ভারতীয় প্রতিপক্ষের মধ্যেই। শেষপর্যন্ত সাক্ষী চৌধুরীকে হারিয়ে সোনা জেতেন মণীষা।
পুরুষদের বিভাগগুলিতে অবশ্য ব্যাপারটি একটু অন্যরকম হয়ে দাঁড়ায়। ৫২ কেজি বিভাগে চোটের জন্য প্রতিপক্ষ ওয়াকওভার দিলে সোনা জেতেন অমিত ফাঙ্গাল। একদম উল্টো রকমের ব্যাপার হয় ৯১ কেজি বিভাগে। চোটের জন্য সতীশ কুমার রিংয়েই নামতে পারেন না, ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।