দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। পাকিস্তানের পক্ষে এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই হার হজম করতে হয়েছে তাদের। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের আগে রুল আউট হয়ে গেলেন পাক তারকা বাবর আজম এবং ইমাম উল হক। বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান দলের পক্ষে তিনি এখন তেত্রিশতম অধিনায়ক।
এর আগেই ডান হাতের বুড়ো আঙ্গুল চোটগ্রস্ত হওয়ার কারণে পাকিস্তান দলে যোগ দিতে পারেননি অধিনায়ক বাবর আজম। অন্যদিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন ইমাম-উল হকও। বর্তমানে তার চোট রয়েছে বাম হাতের বুড়ো আঙ্গুলে। প্র্যাকটিস চলাকালীন এই আঘাত পাওয়ার পর এখনো অনুশীলনের জন্য নেটে ফিরতে পারেননি এই দুই তারকা। আপাতত পাকিস্তান দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তারা। চিকিৎসকদের মত অনুযায়ী দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরতে পারবেন পাকিস্তানের এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে জানুয়ারির ৩ তারিখে।
দলে ইমাম এবং বাবরের পরিবর্তে আপাতত পাক শিবির নিয়ে এসেছে ইমরান বাটকে। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান কোয়েদ-ই-আজম টুর্ণামেন্টে ১৯৪ রানের দুরন্ত ইনিংস খেলে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। এছাড়া ৬২ গড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটের ৯৩৪ রান সংগ্রহ করেছেন তিনি। তার এই সুন্দর ফর্মের পুরস্কার হিসেবে ১৭ জনি টেস্ট স্কোয়াডে এবার তাকে অন্তর্ভুক্ত করল তার টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ মিসবাহ-উল-হক এদিন এক বিবৃতিতে জানান,”টি-টোয়েন্টি দলের তুলনায় আমাদের টেস্ট দল অনেকটাই আলাদা। টেস্ট দলে অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্লেয়াররা রয়েছেন। আশা করি এবারের খেলা অনেক বেশি প্রতিযোগিতামূলক হবে। আমরা ক্রিকেটের এই সবচেয়ে বড় ফরম্যাটে ভালো প্রদর্শন করব। যদিও বাবরের চোট পাওয়ার পরে প্রায় দুই সপ্তাহ কেটে গেছে। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে কোন অনুশীলন না করে তাকে মাঠে নামালে এটা তার পক্ষে খুব একটা ভালো হবে না। আমার মনে হয় মাউন্ট মঙ্গানুইয়ে অন্যান্য খেলোয়াড়রা সুযোগের সদ্ব্যবহার করতে এগিয়ে আসবে।”