দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি টুর্নামেন্টে প্রথমে একের পর এক হার এবং তার পর এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ। সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রবি ফাওলারের। এরপর রয়েছে নিজের দলের ভারতীয় ফুটবলারদের সমালোচনা। এরপর লাল-হলুদ কোচের মতামত নিয়ে ফুটবল মহলের আড়াআড়ি ভাগ হয়ে যাওয়া। শতবর্ষের ইস্টবেঙ্গল আইএসএল খেলতে নেমে আপাতত এমনই ঘোরতর সমস্যায়।
এই অবস্থায় সকলেই অবশ্য রবি ফাওলারের বিরুদ্ধে যাচ্ছেন না। রবি ফাওলারের পাশে দাঁড়ালেন সুনীল ছেত্রীদের হেডস্যার কার্লেস কুয়াদ্রাত। বেঙ্গালুরু এফসি ম্যানেজার সরাসরি বলেছেন, ফাওলারের বক্তব্য শোনা উচিত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং সমর্থকদের! একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ইস্টবেঙ্গল কোচের ফুটবল জ্ঞান নিয়ে কোনো সংশয়ই থাকা উচিত নয়। তার মতামত অবশ্যই ক্লাবের শোনা উচিত।
চলতি মরশুমে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন লিভারপুলের প্রাক্তন মহাতারকা। কোচ হিসেবে প্রথম কয়েকটি ম্যাচ খেলার পর তিনি বলে দিয়েছিলেন যে অধিকাংশ ভারতীয় ফুটবলারকে দেখে তার মনে হয়েছে তাদের ঠিকমতো কোচিং হয়নি কখনও। হায়দরাবাদ এফসির কাছে হারের পরেই তিনি আবার বলেন, আইলিগের দল নিয়ে আইএসএল খেলতে নেমেছে ইস্টবেঙ্গল।
একের পর এক বিতর্কিত মন্তব্যের পরেও ইংরেজ কোচের পাশে দাঁড়িয়ে কুয়াদ্রাত আলবার্তো রোকার কথা ইস্টবেঙ্গল সমর্থকদের স্মরণ করিয়ে দিয়েছেন। উনি বেঙ্গালুরুতে এসে আইলিগে প্রথমবার চতুর্থ হয়েছিলেন। সেই দলে কিন্তু সন্দেশ ঝিঙ্গান, অমরিন্দর সিং, লেনি রদ্রিগেজ, লিংডো, জন জনসন, সিকে বিনীথদের মত ফুটবলার ছিল। যে কোনো প্রোজেক্ট বাস্তবায়িত হতে সময় লাগে। তাই ফাউলারকেও সময় দেওয়া প্রয়োজন। কার্লোস বলছেন ঠিকই কিন্তু ময়দানের যা সংস্কৃতি, তাতে সমর্থকদের একটা বড় অংশ এবং সাবেক কর্মকর্তারা সেই নীতি মানবেন কি? প্রশ্নটা থেকেই যায়।