দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অ্যাডিলেডে গোলাপি টেস্টের দ্বিতীয় ইনিংসে লজ্জাজনকভাবে ভেঙে পড়েছিল ভারতীয় ব্যাটিং। মাত্র ৩৬ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে প্রায় জেতা ম্যাচ মাকে ছেড়ে এসেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরের কাছে আরো বড় ধাক্কা এখন কোহলির অনুপস্থিতি। পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি। তার আগে সূত্রের খবর অনুযায়ী দলের খেলোয়াড়দের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চান তিনি। মূল লক্ষ্য অবশ্যই চার ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে পড়া দলকে উদ্বুদ্ধ করা।
প্রথম টেস্টে ৮ উইকেটে টিম পেইনদের কাছে ম্যাচ খাওয়ানোর পর কোহলি বলেন, ব্যাটসম্যানদের মধ্যে সেই অতিরিক্ত তাগিদ ছিলনা যা তিনি দেখতে চান। আর সেই কারণেই তৃতীয়দিনের সকালে জঘন্য ব্যাটিং করেছিল টিম ইন্ডিয়া। তাই দ্বিতীয় টেস্টের আগে একদিকে যেমন দলকে উদ্দীপ্ত করবেন তিনি তেমনি তরুণ ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সবটা উজাড় করে দেবার সাহস যোগাবেন বলে জানা যাচ্ছে। তৃতীয় দিনে ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব নিয়ে এর আগেও যথেষ্ট সরব হয়েছেন ভারত অধিনায়ক। তাই এই নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে।
আভাস অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলির জায়গায় কে এল রাহুল এবং মোহাম্মদ শামির জায়গায় মোহাম্মদ সিরাজ তো বটেই এছাড়াও ভাগ্য খুলে যেতে পারে শুভমান গিল এবং পান্থের।কারণ ঋদ্ধিমান সাহা এবং পৃথ্বী শয়ের প্রদর্শন নিয়ে মোটেই খুশি নয় ভারতীয় দল। তবে রোহিত শর্মা অস্ট্রেলিয়া পৌঁছালেও এখনো রয়েছেন কোয়ারেন্টাইনে। তাই দ্বিতীয় টেস্ট থেকে দলে নাম থাকলেও মাঠে নামতে পারবেন না তিনি। আর সেই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে ভারতীয় ব্যাটিং যে অনেকটাই অরক্ষিত এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই মাঠে নামার আগে দলকে উদ্বুদ্ধ করা একান্ত দরকার। আর সেই কারণেই দেশে ফেরার আগে এই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন কোহলি।