দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়া থেকে ফিরেই বিশ্ব ক্রিকেটের আরেক শক্তিধর দল ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে মোকাবিলা করবে ভারত। আপাতত ভারত যেমন অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডও তেমনি ভারতের আগে মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার। আর শ্রীলঙ্কায় দুটি টেস্টের জন্য ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রথিতযশা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে তলব করল ইংল্যান্ড বাহিনী। আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবেন মর্গ্যান এবং রুটরা।
এশিয়ান পিচে যথেষ্ট সফলতার সাথে ব্যাটিং করে নিজের ক্রিকেট জীবন শেষ করেছেন জ্যাক ক্যালিস। ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে যথেষ্ট সফলতা অর্জন করেছেন তিনি। তাই ৪৫ বছর বয়সী এই অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে এবার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনুরোধ জানালো ইসিবি। এই মুহূর্তে ইংল্যান্ড দলে ব্যাটিং, জোরে বোলিং এবং স্পিন বোলিং কোচের পদ ফাঁকা রয়েছে এবং সেই শূন্য পদ পূরণ করার লক্ষ্যেই নানা দেশের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করছে ইসিবি। সূত্রের খবর অনুযায়ী ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউডের ডেপুটি গ্রাহাম থর্প শ্রীলঙ্কায় আসতে পারবেন না। তবে ভারতের বিরুদ্ধে মার্কি সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আর সেই কারণেই ক্যালিসকে নিজেদের ব্যাটিং পরামর্শদাতা করে নিয়ে যাচ্ছে ইংল্যান্ড শিবির। সাবকন্টিনেন্টে বিদেশি ব্যাটসম্যান হিসেবে অত্যন্ত সফল ক্যালিস। ক্রিকেট জীবনের ৪৫ টি সেঞ্চুরির আটটি তিনি করেছেন সাবকন্টিনেন্টে। রানের গড় ৫৫.৬২।
সূত্রের খবর অনুযায়ী এই অভিজ্ঞতার কারণেই গ্রাহাম থর্প না থাকলে ভারতের বিরুদ্ধে খেলা গুরুত্বপূর্ণ সিরিজেও ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে অংশ নেবেন তিনি। স্পিন বোলিং কোচ হিসেবে জিতেন প্যাটেল, জোরে বোলিং কোচ হিসেবে জন লুইস এবং উইকেট কিপিং কোচ হিসেবে জেমস ফস্টারও শ্রীলঙ্কায় আসছেন ক্যালিসের সঙ্গেই। জানুয়ারি ২ তারিখে শ্রীলঙ্কায় আসতে চলেছে ইংল্যান্ড দল। ১৪ তারিখ থেকে শুরু হওয়া গালে টেস্ট দিয়েই শ্রীলঙ্কা সফর শুরু করবে ইংল্যান্ড। এরপর ২২ তারিখ থেকে গালেতেই দ্বিতীয় টেস্ট খেলবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।