দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইতিমধ্যেই গোলাপি টেস্টে হারের পর দলে বড়োসড়ো পরিবর্তন নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে ভারতীয় শিবির তরফে। বিরাট কোহলি দেশে ফেরায় তার জায়গায় দলে আসতে চলেছেন কে এল রাহুল, মোহাম্মদ শামির পরিবর্তে দলে আসতে চলেছেন মোহাম্মদ সিরাজ। এই দুই পরিবর্তনের সাথে সাথেই প্রদর্শনের নিরিখে আরও বেশ কিছু পরিবর্তন করতে চলেছে ভারতীয় দল। বিশেষত প্রথম টেস্টে ব্যাটিং ধ্বসের পর পৃথ্বী শ, ঋদ্ধিমান সাহাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের জায়গায় দলে আসতে চলেছেন পান্থ এবং শুভমান গিল। এবার সামনে এল আরো একটি বড় পরিবর্তনের কথা।
টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর অনুযায়ী হনুমা বিহারির জায়গায় এবার দলে আসতে পারেন রবীন্দ্র জাদেজা। আইপিএল পরবর্তী সময় থেকেই দুরন্ত ফর্মে রয়েছে জাদেজা। তাছাড়া তিনি দলে এলে ব্যাটিং তো বটেই একজন ভালো বোলিং অলরাউন্ডারকেও সাথে পাবে ভারতীয় দল। বিদেশের মাটিতে খেলারও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে জাদেজার। এছাড়া গত ম্যাচে অ্যাডিলেডে স্পিনারদের যথেষ্ট ভূমিকা ছিল অস্ট্রেলিয়ার উইকেট পতনে। বিশেষত প্রথম ইনিংসে যেভাবে ৪ উইকেট তুলে নেন অশ্বিন তাতেই অনেক বেশি চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। অন্যদিকে দুই ইনিংসে ব্যাট হাতে এসে এরকম কার্যকরী ভূমিকা নিতে পারেননি হনুমা। প্রস্তুতি ম্যাচে ভালো ফর্মে থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি।
তাই তার পরেই রবীন্দ্র জাদেজাকে দলে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল ভারতীয় টিম ম্যানেজমেন্ট তরফে। উইকেটকিপার হিসেবে পান্থ দলে এলে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং দুর্বলতা অনেকটাই ঢাকা পড়তে পারে আর সেই কারণেই দোলের রবীন্দ্র জাদেজাকে আনার ভাবনা চলছে ভারতীয় শিবিরে। হনুমা বিহারি মূলত একজন ব্যাটসম্যান। পার্টটাইম স্পিনার হিসেবে কিছু যোগদান রাখতে পারলেও সেভাবে উইকেট-টেকার নন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা বল হাতে একজন আদর্শ স্পিনার। আবার ব্যাট হাতেও বেশ কার্যকরী। আর সেই কারণেই ব্যাটিং গভীরতার সাথে সাথে বোলিং গভীরতাও বাড়িয়ে নিতে রবীন্দ্র জাদেজাকে দলে অন্তর্ভুক্ত করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।