দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের ম্যাচে ধুঁকতে থাকা ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেড। দুই দলের কাছ থেকে মরিয়া লড়াই আশা করছে ফুটবল বিশ্ব। কারণ লিগ তালিকায় এগোতে গেলে এই ম্যাচ জিততেই হবে দুই দলকে। তার আগে মুখোমুখি সাক্ষাতে পরিসংখ্যানে এগিয়ে কোন দল, তা দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক ওড়িশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য প্রথম একাদশ।
আইএসএলে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। একবার জিতেছে ওড়িশা এফসি। এক বার জিতেছে নর্থইস্ট ইউনাইটেড। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। ওড়িশা এফসি-কে হারাতে পারলেন প্রথম তিনে ঢুকতে পারবে জেরার্ড নাসের দল। অন্যদিকে অবস্থা একেবারেই ভালো নয় ওড়িশার। ৬ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট হাসিল করা ওড়িশা এফসি লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে অবস্থান করছে।
ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ:-
গোলরক্ষক-
অর্শদীপ সিং
রক্ষণ-
শুভম সারাঙ্গী, জ্যাকব ট্রাট, স্টিভেন টেলর, হেন্ডরি অ্যান্টনি,
মাঝমাঠ-
বিনিথ রাই, কোল আলেকজান্ডার, জেরি মাহুহমিংথাঙ্গা
আক্রমণ-
দিয়েগো মাউরিসিও, নন্দকুমার সেকর, ম্যানুয়েল ওনউ
নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য প্রথম একাদশ:-
গোলরক্ষক-
গুরমীত সিং
রক্ষণ-
প্রভাত লাকরা, বেঞ্জামিন ল্যামবট, ডিলান ফক্স, গুরজিন্দার কুমার,
মাঝমাঠ-
লালেনগামাউইয়া, খাসা কমারা, নিনথোইংগানবা মেইতেই
আক্রমণ-
কাওয়েসি আপেয়া, ভিপি সুহের, ইদ্রিশা সিলা।