দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অ্যাডিলেডে গোলাপি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভেঙ্গে পড়ে ভারতীয় ব্যাটিং। মাত্র ৩৬ রানে অলআউট হয়ে কি লজ্জার রেকর্ডে শীর্ষস্থানে পৌঁছে গেছে তারা। এই ভরাডুবি দেখে চিন্তিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও। বোর্ড সূত্রে খবর ইতিমধ্যেই হবু সহ সভাপতি রাজীব শুক্লার সঙ্গে কথা বলেছেন তিনি। অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারাদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট চিন্তান্বিত সৌরভ।
রাজীব শুক্লা বলেন,”আমরাও খুশি নই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সচিব জয় শাহও এই নিয়ে চিন্তিত। ওরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন। কি করে পারফরম্যান্সের উন্নতি করা যায় তা নিয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনাও হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ওরা যোগাযোগ করবেন। আশা করি পরের ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো হবে।”
এরই মধ্যে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়ায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা দিলীপ বেঙ্গসরকার। এদিন সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজীব শুক্লা। তিনি বলেন,”আপাতত কাউকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কোন সম্ভাবনা নেই। প্রথম ইনিংসে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভেঙে পড়ে। মাঝে মাঝে এমন হয়। আমি মনে করি ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।”
বক্সিং ডে টেস্টে বিরাট কোহলি এবং মহাম্মদ শামিকে দলে পাবে না ভারত। তাই ভারতের ব্যাটিং ভরাডুবি নিয়ে আরও বেশি চিন্তিত বিসিসিআই প্রেসিডেন্ট