দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গ্রেফতার হলেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য তথা বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা সুরেশ রায়না। মঙ্গলবার মুম্বাইয়ের এক ক্লাবে তল্লাশি চালানোর সময় সুরেশ রায়না, বলিউডের জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়া সহ ৩৪ জনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের ড্রাগন ফ্লাই পাবে করোণা সংক্রান্ত নিয়ম বিধি ভেঙে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়েন এই তারকা। পুলিশের মতে পাঁচতারা হোটেলের এই পাবে কেউই করোণা নিয়ম পালন করেননি। তাদের মুখে না ছিলো মাস্ক, না কেউ সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন।
আর এই কারণেই তাদের গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের উপর আইপিসি ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্র অনুযায়ী বলিউডের আরো অনেক তারকা যুক্ত ছিলেন এই পার্টিতে। তবে তাঁদের কারও নামই এখনো প্রকাশ্যে আনা হয়নি। পদক্ষেপ নেওয়া হয়েছে এই ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধেও। এর আগেও বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছিলেন সুরেশ রায়না।
নিজের জন্মদিনে বেশ কিছু সামাজিক কাজেও ভূমিকা নিয়েছিলেন তিনি। কিন্তু এ ধরনের শাস্তিমুলক অপরাধে তার নাম জোরালো এই প্রথম। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই আবার আইপিএলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও অংশগ্রহণ করবেন বলে জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। কিন্তু আপাতত এই ঘটনার জের কতদূর গড়ায় সে দিকেই নজর থাকবে সকলের।