দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সদ্য মা-কে হারিয়েছেন। তাও কর্তব্যে অবিচল কেরালা ব্লাস্টার্স কোচ কিবু ভিকুনা। এই মুহূর্তে আইএসএলে তার দল ভালো জায়গায় নেই। দলের এই কঠিন সময়ে দলের দেশে ফিরতে চাইছেন না তিনি। পেশাগত দায়বদ্ধতার জন্য অনেক সময় বহু ক্রীড়াবিদ বা ক্রীড়ার সাথে জড়িত ব্যক্তিদের নানান আত্মত্যাগ স্বীকার করতে হয়। সেই তালিকায় নতুন সংযোজন প্রাক্তন মোহনবাগান কোচ। নিজের মা-কে শেষবার দেখার সুযোগটা হাতছাড়া করতে দু বার ভাবলেন না তিনি।
সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছেন কিবুর মা। সোমবার দুপুরেই সেই খবর আসে কেরালা ব্লাস্টার্স শিবিরে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন সবুজ মেরুন কোচের মা। মোহনবাগানে কোচিং করানোর সময়ও তার জন্মদাত্রীর স্বাস্থ্য নিয়ে বিচলিত থাকতেন কিবু। এদিকে আইএসএলে ৬ ম্যাচে একটাও জয়ের মুখ দেখেনি কেরালা ব্লাস্টার্স। টুর্নামেন্টের সবচেয়ে দামি দল হয়েও পয়েন্টস টেবিলে ৯ নম্বরে তারা। এমন পরিস্থিতিতে দলকে ছেড়ে যেতে চাইছেন না স্প্যানিশ কোচ।
যদিও কেরালার পরিস্থিতি টা ইস্টবেঙ্গলের মত নয়। ক্লাব কর্তারা কোচের ওপর পুরোপুরি আস্থা রাখছেন। সমর্থকরাও এই কঠিন সময়ে কিবুর পাশে দাঁড়াচ্ছেন। বার বার কোচের পরিবর্তনটা যে কোনও সমস্যার সমাধান নয়, তা জানেন কেরালার সমর্থকরা। দুই প্রধানের সমর্থকরা কি শুনছেন?