25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    গুরুত্বপূর্ণ পেপ-টকের পর দেশের পথে কোহলি, করোণার বাড়-বাড়ন্ত সত্ত্বেও সিডনিতে রোহিত!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সকালে অজিঙ্কা রাহানেদের সঙ্গে গুরুত্বপূর্ণ পেপ টকের পর দেশের পথে রওনা দিলেন বিরাট কোহলি। অ্যাডিলেড টেস্ট বিশ্রী রকম ভাবে হেরেছে ভারত। আবার দ্বিতীয় টেস্ট থেকে দলে থাকছেন না বিরাট এবং মোহাম্মদ শামি। তৃতীয় টেস্টের আগে যুক্ত হতে পারবেন না রোহিত শর্মাও। সেই কারণেই অনেকটা চাপ রয়েছে অধিনায়ক রাহানে এবং চেতেশ্বর পুজারাদের উপর।

    ভারতীয় দল সূত্রে জানা যায়, আজ অস্ট্রেলিয়া ছাড়ার আগে সতীর্থ রাহানের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া তো বটেই সাথে সাথে দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তিনি। ভারতীয় দলের ওই সূত্র জানিয়েছে,”আজ সকালে কোহলি অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর আগে সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সকলের সঙ্গে কথা বলেন তিনি। সরকারিভাবে নেতৃত্তের ভার ছেড়ে যান রাহানের উপর।”

    রোহিত শর্মা যে দুটি তৃতীয় টেস্টের আগে ফিরতে পারবেন না সেহেতু রাহানেকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে বিপর্যস্ত দলকে অস্ট্রেলিয়ার মাঠে আবার চাঙ্গা করে তোলার গুরু দায়িত্ব রয়েছে তার উপর। ইতিমধ্যেই প্রাক্তন সতীর্থরা নানা পরামর্শ দিয়েছেন রাহানেকে। তবে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বোধ হয় বলেন মোহাম্মদ কাইফ। রাহানেকে ফোন বন্ধ রাখার এবং বাইরের সমস্ত সমালোচনা এবং আওয়াজ থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। একজোট হয়ে দলবদ্ধ ভাবে ঘুরে দাঁড়াতে হলে এই মুহূর্তে ভারতীয় দলের পক্ষে যা ভীষণ গুরুত্বপূর্ণ।

    ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টকে ঘিরে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হল সিডনি থেকে মেলবোর্নে এসে পৌঁছেছেন ডেভিড ওয়ার্নার।সিডনিতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারনেই এই সিদ্ধান্ত। তবে ওয়ার্নার এলেও রোহিত আপাতত রয়েছেন সিডনিতেই। দুই বেডরুমের ঘরে কঠিন নিভৃতবাস চলছে তার। এ সম্পর্কে বোর্ডের সূত্র জানায়,”রোহিতের সিডনি ছাড়া দরকার নেই।উনি বায়ো সিকিয়োর পরিবেশে একদম সুরক্ষিত রয়েছেন। ভারতীয় বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট নিয়মিত তার দিকে কড়া নজর রেখেছে। যদি কখনো ওনাকে সিডনি থেকে সরিয়ে আনার দরকার হয় সঙ্গে সঙ্গে তা করা হবে। তবে আপাতত উনি সিডনিতেই থাকছেন।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...