দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে আবার ফিরছে ঘরে। দীর্ঘদিন ধরে গ্যালাকটিকোদের দুর্গ রক্ষকের কাজে নিযুক্ত ছিলেন স্প্যানিশ গোলরক্ষক ইকের ক্যাসিয়াস। তার অধিনায়কত্বে রিয়াল মাদ্রিদ জিতেছে ঐতিহাসিক ‘লা ডেসিমা’, লা-লিগা, কোপা-দেল-রে সহ আরও একাধিক খেতাব। কিন্তু তারপর ২০১৫-১৬ মরশুমের শুরুতে রিয়ালের পেশাদারিত্বের শিকার হয়ে স্পেন থেকে পাড়ি জমাতে বাধ্য হয়েছিলেন পর্তুগালের এক নম্বর ক্লাব পোর্তো-তে। কিন্তু এখন আবার তিনি ফিরতে চলেছেন রিয়াল।
অবশ্য রিয়ালে তার সেকেন্ড ইনিংসটা ফুটবলার হিসাবে হচ্ছে না। রিয়ালের কিংবদন্তি গোলকিপার ক্লাবে ফিরছেন ক্লাবের নতুন রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের ডেপুটি চিফ একজিকিউটিভ হিসাবে। এর আগে খেলোয়াড় হিসাবে ১৬ বছরে ৭২৫ টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১৯ এ পোর্তো-তে খেলার সময় তার একবার হার্ট-অ্যাটাক হয় স্প্যানিশ কিংবদন্তি গোলরক্ষকের, যার জেরে পরবর্তীতে অবসর নিতে বাধ্য হন ক্যাসিয়াস।
ফুটবল ছাড়ার পর থেকেই নিজের ছোটবেলার ক্লাবে তার প্রত্যাবর্তন নিয়ে নানারকম জল্পনা চলছিল। শেষ পর্যন্ত অফিসিয়াল ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। ক্যাসিয়াস নিজের টুইট করে জানান যে নিজের ঘরে ফিরে তিনি গর্বিত। নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি। রিয়াল ভক্তদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন তাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।