দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জুরিখের ফুটবল মিউজিয়াম নিয়ে নয় ছয় করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। এমনই অভিযোগ তুলে ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করল ফিফা। ওই জাদুঘর বানাতে খরচ হয়েছিল সাড়ে চার হাজার কোটি ইউরো। লাভের কোন সম্ভাবনা নেই জেনেও কেন এত টাকা খরচ করা হয়েছে তা নিয়েই উঠেছে প্রশ্ন। ফিফার পরিচালন কমিটিতে থাকা কর্তা তথা ব্লাটারের দিকেই রয়েছে অভিযোগের তীর।
এইপ্রসঙ্গে এদিন ফিফার মহাসচিব অ্যালাসডেয়ার বেল বলেন,”এছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না। ফিফার বর্তমান পরিচালন সমিতিকে ব্যাপারটা জানাতেই হতো। সেটাই করা হয়েছে। “
যদিও এই সম্পর্কে এদিন মুখ খুলেছেন ব্ল্যাটারের আইনজীবীও।তিনি বলেন, “অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।”
জাদুঘর যখন তৈরি হয় তখন ব্ল্যাটারদের পক্ষ থেকে বলা হয়েছিল এই প্রকল্প এক নতুন দিগন্ত খুলে দেবে। আর্থিকভাবেও এর থেকে যথেষ্ট লাভবান হবে ফিফা। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। ব্যাপক অর্থ খরচ করে ওই মিউজিয়াম বানানো সত্ত্বেও সেভাবে লাভের মুখ দেখেনি ফিফা। যে কারণে প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোরা। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই জাদুঘর উদ্বোধন করেন জিয়ান্নি ইনফান্তিনো। ব্ল্যাটারকে ঘিরে এই অভিযোগ প্রথম নয়। এর আগেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে একাধিকবার সম্মানহানি হয়েছে তার। এর আগেও নির্বাসিত হতে হয়েছে তাকে। কিন্তু তাতেও তাকে ঘিরে অভিযোগের গুঞ্জন থামেনি।