দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের ম্যাচে ধুঁকতে থাকা ওড়িশা এফসি-র মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। দুই দলের কাছ থেকে মরিয়া লড়াই আশা করছিল ফুটবল বিশেষজ্ঞরা। কারণ ওড়িশা এফসি প্রতিযোগিতায় জয় পাইনি। অপরদিকে গত ম্যাচে প্রথমবার হারের মুখোমুখি হতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড-কে।
খেলা শুরু হয় সমানে সমানে। কিন্তু ২৩ মিনিটে সকলকে চমকে দিয়ে দিয়েগো মৌরিসিওর দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওড়িশা। টুর্নামেন্টে প্রথমবারের জন্য এগিয়ে যায় ওড়িশা। কিন্তু এরপর তেড়েফুঁড়ে আক্রমণ শানায় নর্থইস্ট। ৩৭ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ মিস করেন নর্থইস্টের গ্যালাগো। ৪০ মিনিটে আবার গ্যালাগোরই দুর্দান্ত ফ্রি-কিক বাঁচান ওড়িশা গোলরক্ষক অর্শদীপ। বারবার ওড়িশার অর্ধের বিপজ্জনক জায়গায় ফ্রি কিক আদায় করে নিতে থাকে নর্থইস্ট। শেষপর্যন্ত চাপ ধরে রাখতে ব্যর্থ হয় ওড়িশা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আশুতোষ মেহতার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে সমতায় ফেরান বেঞ্জামিন ল্যাম্বোট। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের দখল পুরোপুরি নেওয়ার চেষ্টা করে নর্থইস্ট। বেশ কয়েকটি আক্রমণ তুলে আনেন তারা। অপরদিকে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ তৈরি করার চেষ্টা করে ওড়িশাও। বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও নষ্ট করে তারা। রীতিমতো বিপজ্জনক দেখাচ্ছিল দিয়েগো মৌরিসিওকে। কিন্তু ৬৪ মিনিটে অর্শদীপের ভুলে পেনাল্টি পায় নর্থইস্ট। নিজেই আদায় করে পেনাল্টিটিকে গোলে পরিণত করেন কোয়েসি আপিয়া। কিন্তু তার এক মিনিটের মধ্যে অসাধারণ গোলে জেরির পাস থেকে দুর্দান্ত গোলে গুরমিথকে পরাস্ত করেন কোল আলেকজান্ডার। এরপর খেলা চলতে থাকে পেন্ডুলামের মতো। এখনও আক্রমণে ওঠে ওড়িশা, তো পরক্ষণেই নর্থইস্টের আক্রমণ কাঁপিয়ে দিয়ে যায় ওড়িশা ডিফেন্স। কিন্তু গোল আর আসেনি। দুর্দান্ত কিছু সেভ করেন দুই দলের গোলকিপারই। শেষপর্যন্ত ২-২ গোলে শেষ হয় ম্যাচ। ম্যাচের সেরা হন কোল আলেকজান্ডার।