দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেন ভারতীয় তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। বছর শেষে অস্ট্রেলিয়া সফরের পরেই বাগদত্তা ধনশ্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চাহাল। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সকলকে সুখবর জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় সাদা বলের সফর শেষ করে ঘরে ফেরেন চাহাল। যথেষ্ট ভাল পারফরম্যান্সও হয়েছিল তার। কনকাশন সাবস্টিটিউট হিসেবে জাদেজার বদলে খেলতে নেমে একা হাতেই টি-টোয়েন্টির অভিমুখ বদলে দিয়েছিলেন তিনি।
এবার দ্বিতীয় ইনিংসে পা রাখলেন এই তারকা লেগ স্পিনার। লকডাউনের মধ্যেই ধনশ্রী বর্মার সাথে বাগদান পর্ব সেরেছিলেন এই তারকা। তারপর থেকেই যুগল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার করণা আবহে সমস্ত কোভিড বিধি-নিষেধকে মান্যতা দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন চাহাল-ধনশ্রী।টুইটারে বিয়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, “কোন একদিন শুরু হওয়া কাহিনী আজ সুখী দাম্পত্য জীবনের রূপ নিল। এখন থেকে অনন্তকালের জন্য একসঙ্গে পথ চলা শুরু। “
স্বাভাবিকভাবেই ভাইরাল হতে একটু সময় নেয়নি ছবিটি। সোশ্যাল মিডিয়ায় এমনিতেই ভীষণ অ্যাক্টিভ চাহাল। অ্যাক্টিভ ইউটিউবার ধনশ্রী বর্মাও। একদিকে যেমন চাহালের মজার মজার কান্ড কারখানা মন কেড়ে নেয় দর্শকদের। তেমনি অন্যদিকে ইউটিউবার ধনশ্রীও ভাইরাল ভক্তদের মধ্যে। যদিও কিভাবে মন দেওয়া নেওয়া হলো, সেকথা খোলসা করেননি কেউই। ভার্চুয়াল দুনিয়াতেই আলাপ নাকি দুজনের সাক্ষাৎ হয়েছিল আগেই সে কথা অবশ্য জানা যাবে হয়তো আরো কিছুদিন পরে। কিন্তু আপাতত দুই লাভ বার্ডস চলে এলেন দুজনের কাছাকাছি।