দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি আইএসএলটা একেবারেই ভালো যাচ্ছে না লাল হলুদ শিবিরের। ইস্টবেঙ্গল সমর্থকরাও জানতেন যে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনওরকমে তৈরি করা একটি দল নিয়ে আইএসএল জেতার আশা করা উচিত নয়। কিন্তু দল লিগ টেবিলের মাঝামাঝি থাকবে এইটুকু প্রত্যাশা তারা করেছিলেন। কিন্তু সেইটুকু আশা পূরণ হওয়ারও কোনও লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। এই মুহূর্তে লিগ টেবিলে সবার নিচে লাল হলুদ শিবির।
এই পরিস্থিতিতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে একাধিক পরিবর্তনের রাস্তায় হাঁটছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বেশ কিছু নতুন ভারতীয় ফুটবলারকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নেওয়া হতে পারে দলে। সেই সাথে বেশ কিছু ফুটবলারকে ছেঁটেও ফেলা হতে পারে ইস্টবেঙ্গল স্কোয়াড থেকে। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় নাম।
ইস্টবেঙ্গলের হয়ে মরশুমে তিনটি ম্যাচ খেলে ফেলা বলবন্ত সিংও রয়েছে সেই বাতিলের দলে। সুযোগ পেয়েও কিছু করে উঠতে পারেননি তিনি। তাছাড়াও যে সমস্ত ফুটবলারদের রিলিজ দেওয়া হবে সেই তালিকায় রয়েছেন মহম্মদ ইরশাদ, সি কে বিনিথ, ইউজেনসন লিংডো, অভিষেক আম্বেকর। এরা ছাড়াও শোনা গেছে সামাদ আলী মল্লিক, রফিক আলী সর্দারদের মতো বাঙালি ফুটবলারদেরও ছেড়ে দেওয়া হতে পারে। একটাও ম্যাচে তাদের না খেলিয়ে রিলিজ দেওয়ার ঘটনা ভালো চোখে দেখছেন না সকল সমর্থক।