দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ একদিকে যখন দ্বিতীয় টেস্ট খেলতে মেলবোর্নে পৌঁছাল ভারতীয় দল, তখনই অন্যদিকে সিডনিতে এখনো কোয়ারেন্টাইনে রয়েছেন রোহিত শর্মা। প্রসঙ্গত উল্লেখ্য, সিডনিতে করোনায় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সীমানা বন্ধ করার নির্দেশ দিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। এই কারণে ইতিমধ্যেই ওয়ার্নারকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে মেলবোর্নে। কিন্তু রোহিত এখনো রয়েছেন কঠোর নিভৃতাবাসে। তার নিভৃতাবাস শেষ হতে চলেছে ২৯ জানুয়ারি। কিন্তু এখন বড় প্রশ্ন সিডনি থেকে তৃতীয় টেস্ট সরিয়ে এনে মেলবোর্নে খেলানোর চিন্তা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন মেলবোর্নে যদি তৃতীয় টেস্ট হয়, তাহলে কি আদৌ দলে ফিরতে পারবেন রোহিত শর্মা? সেই নিয়ে রয়েছে বড় প্রশ্ন।
রোহিতকে কি আবার কোয়ারেন্টাইন করতে হবে? নাকি ২৯ তারিখের পর মেলবোর্নে সোজা উড়িয়ে আনা হবে রোহিতকে। এখনো যথেষ্ট আশঙ্কা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। বিশেষত যদি করোনার কারণে সিডনিতে তৃতীয় টেস্ট খেলা না হয়। তাহলে হয়তো রোহিতকে প্র্যাকটিস ছাড়াই নামতে হতে পারে মেলবোর্ন টেস্টে। তাও আদৌ সম্ভব হবে কিনা, সে নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ তৃতীয় টেস্টের জন্য সিডনিকে এড়িয়ে যেতে চাইছে দুই ক্রিকেট বোর্ডই। ইতিমধ্যেই বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্রডকাস্টার এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখার জন্য আলোচনাও হয়েছে দুই তরফের। যদিও পরপর দু’টি টেস্ট ম্যাচের জন্য মেলবোর্ন প্রস্তুত কি না তা এখনও জানা যায়নি। কিন্তু মেলবোর্নে যদি তৃতীয় টেস্ট হয় তাহলে রোহিতকে ঘিরে অনিশ্চয়তার মেঘ যে আবার দানা বাঁধবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
অন্যদিকে আজই চোট নিয়ে দেশে ফিরছেন মোহাম্মদ শামি। কব্জির হাড় ভেঙ্গে যাওয়ায় এমনিতেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। এবার সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও মাঠে নামতে দেখা যাবে না এই তারকা বোলারকে। কারণ চিকিৎসকদের মত অনুযায়ী ছয় সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে। অ্যাডিলেডে গোলাপি টেস্টের দ্বিতীয় ইনিংসে হেজেলউডের বল সোজা এসে আছড়ে পড়ে তার কব্জিতে। আর তারপরেই ভেঙে যায় কব্জির হাড়। ফলতো ম্যাচে তো বটেই সিরিজেও আর খেলার সুযোগ হলো না শামির। গত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তাই এই গুরুত্বপূর্ণ সিরিজে শামিকে দলে না পাওয়া অবশ্যই ভোগাবে ভারতকে।
তার উপর বর্তমান পরিস্থিতি এমনই আগামী ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট অবধি অনিশ্চিত হয়ে রইলেন শামি।এখন কত তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি আবার সবুজ ময়দানে ফিরতে পারেন সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা। তবে ভারতের জন্য পরিস্থিতি যে ক্রমাগত খারাপ হচ্ছে এ নিয়ে কোন সন্দেহ নেই। কারণ সিডনিতে যদি তৃতীয় টেস্ট খেলা না হয় তাহলে তৃতীয় টেস্টে আদৌ রোহিত দলে ফিরতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।